নয়া দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের একাধিক স্কুল এবং সেন্টারে বিভিন্ন বিষয় পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার শুরু করা হবে। বায়োটেকনোলজি, কম্পিউটেশনাল অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস, কম্পিউটার অ্যান্ড সিস্টেমস সায়েন্সেস, ল অ্যান্ড গভর্নেন্স, লাইফ সায়েন্সেস, মলিকিউলার মেডিসিন, ন্যানোসায়েন্স, ফিজ়িক্যাল সায়েন্সেস-সহ আরও বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের ওই বিষয়গুলিতে এমফিল-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।