মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতিই শুধু নয়। তাঁদের ক্ষমতায়ন এবং আর্থিক ভাবে সক্ষম করে তোলার জন্য নানা বিষয়ে দক্ষতা বৃদ্ধিও জরুরি। আর এই বিষয়গুলিকে মাথায় রেখেই নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় বিশেষ উদ্যোগী হয়েছে। সেখানে একই সঙ্গে দু’টি পাঠক্রম পড়ানো হবে। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ে নেট/সেট-এর জন্য কোচিং এবং স্কিল ডেভেলপমেন্ট-এর জন্য সার্টিফিকেট কোর্স করানো হবে। দু’টি কোর্সের ক্লাসই হবে অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমে। চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হবে নেট/সেট-এর জন্য প্রস্তুতির ক্লাস। তবে স্কিল ডেভেলপমেন্ট কোর্সের ক্লাস হবে শুরু হবে, তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুন:
নেট/সেট-এর প্রস্তুতির কোচিংয়ে পরীক্ষার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র (বিষয়ভিত্তিক)-এর জন্য পড়ুয়াদের প্রস্তুত করা হবে। আবেদন করতে পারবেন যে কোনও স্নাতক-উত্তীর্ণ ব্যক্তি। তাঁরা বর্তমানে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠরত বা প্রাক্তনী হতে পারেন। প্রস্তুতির ক্লাস হবে সপ্তাহে প্রতি শনি এবং রবিবার। কোর্স ফি ১,১০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলি করানো হবে কমিউনিকেটিভ ইংলিশ, স্পোকেন সংস্কৃত, স্প্যানিশ (ইন্ট্রোডাক্টরি লেভেল), ফোকলোর অ্যান্ড ট্রাইবাল লোর স্টাডিজ় এবং হেলথ অ্যান্ড কাউন্সেলিং সার্ভিস বিষয়ের উপর। বিভিন্ন কোর্সের জন্য বরাদ্দ ফি ২,১০০-৩,৬০০ টাকা।
কোর্সগুলিতে সর্বাধিক ২০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আবেদন করতে পারবেন যে কোনও স্নাতক উত্তীর্ণ ব্যক্তি। প্রতি সপ্তাহে শনি এবং রবিবার কোর্সের ক্লাসের আয়োজন করা হবে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৭ জুলাই আবেদনের শেষ দিন। এর পর বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৯ জুলাই। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।