চলতি বছর মেডিক্যাল স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট)-র ফল প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। মাত্র ১৬ দিনের মাথায় বোর্ডের তরফে পরীক্ষার ফল ঘোষণা করা হল।
চলতি বছর গত ৩ অগস্ট নিট পিজি আয়োজন করা হয়। দেশ এবং বিদেশের বাছাই করা পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। পরীক্ষা দেন দু’লক্ষের বেশি পড়ুয়া। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।
একটিমাত্র শিফটেই এ বার পরীক্ষার আয়োজন করা হয়। কম্পিউটার নির্ভর পরীক্ষায় নেওয়া হয় ইংরেজি মাধ্যমে। প্রশ্ন ছিল অবজেক্টিভধর্মী। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ৩ ঘন্টা ৩০ মিনিট।
পরীক্ষার্থীদের নম্বর এবং র্যাঙ্ক প্রকাশের পাশাপাশি এমডি/ এমএস/ ডিএনবি/ ডিআরএনবি/ পিজি মেডিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য কাট অফ নম্বরও ঘোষণা করা হয়। তবে আগামী ২৯ অগস্ট থেকে পরীক্ষার্থীরা তাঁদের স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন http://natboard.edu.in/ বা http://nbe.edu.in/ ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন:
পরীক্ষার্থীরা কী ভাবে ফলাফল দেখবেন?
১) প্রথমে এনবিইএমএস-এর ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে ‘নিট পিজি ২০২৫ রেজ়াল্ট’- লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) লিঙ্কে ক্লিক করার পর নিজেদের লগ ইন আইডি দিয়ে ‘সাবমিট’ করলেই পরীক্ষার ফল স্ক্রিনে দেখা যাবে।