কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান? পাশ করতে হবে বিশেষ প্রবেশিকা। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি) শীর্ষক ওই পরীক্ষা ২০২৬-এ হতে চলেছে। পরীক্ষা কোন মাসে হবে, কোথায় হবে— সেই তথ্য জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
২০২৬-এর মার্চ মাসে কুয়েট পিজি নেওয়া হবে। দেশের ২৯২টি এবং বিদেশের ১৬টি শহরে ওই পরীক্ষা হতে চলেছে। এর মধ্যে রাজ্যের ১৩টি শহরে পরীক্ষাকেন্দ্র থাকছে। আইন থেকে শুরু করে বিভিন্ন ভাষা ও সাহিত্য, ইঞ্জিনিয়ারিং থেকে আচার্য পেপারস— মোট ১৪৫টি বিষয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে পারবেন স্নাতকরা। এর মধ্যে ভাষা ও সাহিত্য নির্ভর ৪১টি এবং বিজ্ঞানের ৩০টি বিষয় রয়েছে। ২০২৫-এর পরীক্ষা ১৫৭টি বিষয়ের জন্য নেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
বিজ্ঞান, কলা, বাণিজ্যের বিভিন্ন বিষয়ে স্নাতকেরা এই প্রবেশিকা পরীক্ষা দিতে পারবেন। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। তাই যে কোনও শিক্ষাবর্ষের স্নাতকেরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অনলাইনে নাম নথিভুক্তিকরণের জন্য ১৪ ডিসেম্বর থেকে পোর্টাল চালু করেছে এনটিএ। ওই পোর্টাল ১৪ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে।
কম্পিউটার বেসড টেস্ট-এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। তবে, এখনও পর্যন্ত ক’টি পর্বে পরীক্ষা নেওয়া হবে, সেই তথ্য প্রকাশ করা হয়নি। ২০২৫-এ মোট ১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষাটি তিন দফায় নেওয়া হয়েছিল। এর আগে ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত সময় বরাদ্দ থাকত।