একাধিক বিষয় পড়ার সুযোগ দিচ্ছে রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে সার্টিফিকেট কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মূলত পেশাগত দিক থেকে সাহায্য হবে, এমন বহু কোর্সের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের সেন্টার অফ লাইফলং লার্নিং-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ফায়ার অ্যান্ড সেফটি স্কিল, টেলরিং, ল্যান্ড সার্ভে, ইলেক্ট্রিক্যাল টেকিনিশিয়ান, সাইবার ল-সহ আরও বিষয়ে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্সের সুযোগ রয়েছে। সব ক’টি কোর্সই মূলত ছ’মাস থেকে এক বছরের। বিষয় অনুযায়ী বেশির ভাগ কোর্স মূল্যই ৩ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে। কোর্সের উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। কিছু কোর্সের ক্ষেত্রে প্রয়োজন দ্বাদশ উত্তীর্ণ। শুধুমাত্র অ্যানিমেশন, ভিডিয়ো এডিটিং, গ্রাফিক ডিজ়াইনিং-এর কোর্সের টাকা ৫৪ হাজার। দ্বাদশ উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা কোর্সের ভিত্তিতে নির্দিষ্ট ‘স্টাডি সেন্টার’-এ আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-এর ওয়েবসাইটটি দেখুন।