Advertisement
০১ এপ্রিল ২০২৩
CLAT

ল কলেজে ভর্তির পরীক্ষা দিয়েছিলেন? প্রকাশিত হতে চলেছে কাউন্সেলিং-এর মেধাতালিকা

দ্বাদশ শ্রেণির পর যে সমস্ত শিক্ষার্থী দ্য কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-এর অধীনে আইন নিয়ে পড়াশোনা করতে চান তাঁদের ক্ল্যাট পরীক্ষা দিতে হয়।

প্রকাশিত হতে চলেছে মেধাতালিকা।

প্রকাশিত হতে চলেছে মেধাতালিকা। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৩:৪৬
Share: Save:

আগামী ১৮ জানুয়ারি ’২৩ প্রকাশিত হতে চলেছে ল প্রবেশিকা পরীক্ষার কাউন্সেলিং-এর মেধাতালিকা। কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৩ বর্ষের কাউন্সেলিং-এর মেধাতালিকা প্রকাশ করবে দ্য কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ (এনএলইউএস)।

Advertisement

ক্ল্যাট কাউন্সেলিং ’২৩-এর প্রথম মেধাতালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর যে সমস্ত শিক্ষার্থীর নাম তালিকায় থাকবে, তাঁদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। ২২ জানুয়ারি রাত সাড়ে ১০টার মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মেধাতালিকা দেখার জন্য শিক্ষার্থীদের প্রথমে consortiumofnlus.ac.in এই ওয়েবসাইটে যেতে হবে।

এর পর হোমপেজ থেকে ‘ক্ল্যাট ২০২৩’ লেখার উপর ক্লিক করতে হবে।

Advertisement

প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

এর পরেই মেধাতালিকা দেখতে পেয়ে যাবেন শিক্ষার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য মেধাতালিকা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির পর যে সমস্ত শিক্ষার্থী দ্য কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-এর অধীনে আইন নিয়ে পড়াশোনা করতে চান বা আইন নিয়ে স্নাতক হওয়ার পর যাঁরা এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চান, তাঁদের ক্ল্যাট পরীক্ষা দিতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.