পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফার্মেসি পড়ার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভেটেরিনারি ফার্মেসি বিষয়ের উপর ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। দু’বছরের কোর্স। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র ভারতের নাগরিকেরাই। প্রার্থীর বয়স ১৭ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আসন সংখ্যা ৩৭টি। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখা যেতে পারে।