স্নাতকোত্তর স্তরে বায়োকেমিস্ট্রির মতো বিষয় নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের তরফে মোট ৩১ টি কোর্সে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১,৭১৫টি আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
কোন কোন বিষয় পড়ানো হবে?
- বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাশিবিজ্ঞান, উর্দু, সংস্কৃত, প্রাণিবিদ্যা, মনোবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, বাণিজ্য, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, গণিত, উদ্ভিদবিদ্যা, বায়োকেমিস্ট্রি, সোশিয়োলজি, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, নৃতত্ত্ব, অর্থনীতি, এডুকেশন, ফিল্ম স্টাডিজ়, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মাস্টার অফ রুরাল সায়েন্স, ফিজ়িয়োলজি বিষয়গুলি স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে।
- এ ছাড়াও বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টিতে প্রফেশনাল কোর্স করার সুযোগও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
কারা আবেদন করবেন?
স্নাতক স্তরে উল্লিখিত বিষয়ে যাঁরা ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাই আবেদনের সুযোগ পাবেন। স্নাতক স্তরের পরীক্ষায় তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
খরচ কত?
- বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাশিবিজ্ঞান, উর্দু, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান নিয়ে ভর্তি হতে চাইলে অ্যাডমিশন ফি ৪,৬০০ টাকা এবং রেজিস্ট্রেশন বাবদ ৪০০ টাকা ধার্য করা হয়েছে।
- প্রাণিবিদ্যা, মনোবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, বাণিজ্য, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, গণিত, উদ্ভিদবিদ্যা, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, নৃতত্ত্ব, অর্থনীতি, এডুকেশন, ফিল্ম স্টাডিজ়, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মাস্টার অফ রুরাল সায়েন্স, ফিজ়িয়োলজি নিয়ে ভর্তি হতে আগ্রহীদের অ্যাডমিশন ফি ৫,৮০০ টাকা এবং ৪০০ টাকা রেজিস্ট্রেশন বাবদ জমা দিতে হবে।
- বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর স্তরের প্রফেশনাল কোর্সের জন্য ৯৫,০৫০ টাকা অ্যাডমিশন ফি এবং ৬০০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
আবেদনের শর্তাবলি:
- অনলাইনে বিশ্ববিদ্যালয়ের পোর্টাল (pgadmissionwb.com) মারফত আবেদন জমা দিতে হবে।
- ৮ অগস্ট থেকে পোর্টালে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে।
- আবেদনের শেষ দিন ২০ অগস্ট।
ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে আগ্রহীরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।