প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পিএইচডি-র সুযোগ মিলতে পারে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ (ইভেন)-এর জন্য পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারবেন। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নিতে পারবেন।
বাংলা, হিন্দি, দর্শন, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ভূগোল, অ্যাস্ট্রোফিজ়িক্স, অর্থনীতি, রাশিবিজ্ঞান, জিয়োলজি, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস বিষয়ে আগ্রহীরা পিএইচডি করতে পারবেন। স্নাতকোত্তর স্তরে অন্তত ৫৫ শতাংশের বেশি নম্বর থাকলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণেরাই পিএইচডি করার সুযোগ পাবেন। প্রার্থীদের রিসার্চ প্রোপ্রোজ়াল, প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে ভর্তি প্রক্রিয়ার জন্য বেছে নেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.presiuniv.ac.in/web/) যেতে হবে। হোমপেজ থেকে বিজ্ঞপ্তি সংগ্রহ করা প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর যে অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে, তা ব্যবহার করে আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। পরবর্তী ধাপে, আবেদনপত্রটি সমস্ত মার্কশিট, শংসাপত্র, আবেদনমূল্য জমা দেওয়ার রসিদ-সহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের সেক্রেটারিকে পাঠাতে হবে। অনলাইনে আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ জানুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।