Advertisement
E-Paper

প্রকাশিত প্রাথমিক উন্নয়ন পর্ষদের বৃত্তিমূলক পরীক্ষার ফল! প্রথম স্থান পেল কোন জেলা?

২০২৫ সালে ২০২০ পরীক্ষাকেন্দ্রে সারা রাজ্যে মোট ১,৬৪,৫৮১ জন পরীক্ষার্থী বাংলা, হিন্দি ও উর্দু ভাষায় এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চতুর্থ শ্রেণির বৃত্তির ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ। এই পরীক্ষায় পূর্ণমান ৪০০ নম্বরের মধ্যে ৩৯৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, বীরভূম জেলার সরোজিনীদেবী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়। ৩৯২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যামন্দিরের ছাত্রী স্মৃতিজা দে। নদিয়া জেলার কল্যাণীর রবি তীর্থ বিদ্যালয়ের ছাত্র অদ্রি মিত্র তৃতীয় হয়েছে, তার প্রাপ্ত নম্বর ৩৯১।

সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, ‘‘এ বছর ৮০০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি পাচ্ছে। প্রতি পড়ুয়াকে বছরে ৬০০ টাকা করে দেওয়া হবে। প্রথম স্থানাধিকারী ছাত্রকে অধ্যাপক সুশীলকুমার মুখোপাধ্যায় স্মারক ও স্বর্ণপদক, দ্বিতীয় স্থানাধিকারিকে রৌপ্যপদক ও তৃতীয় স্থানাধিকারিকে ব্রোঞ্জ পদক দেওয়া হবে। ২০২৬ সালের ২২ মার্চ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলে কেন্দ্রীয় সংবর্ধনা অনুষ্ঠান হবে। এরপর ২৯ মার্চ ৫টি কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জেলা স্তরের বৃত্তি প্রদান করা হবে।’’

প্রতি বছরের মতো এ বছরও মেধাবী পরীক্ষার্থীদের উৎসাহিত করতে ৮০০ জনকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ১২৫ জনকে রাজ্য স্তরের বৃত্তি বার্ষিক ১২০০ টাকা আর বাকিদের জেলাস্তরের বৃত্তি ৬০০ টাকা প্রদান করা হবে। ২০২৫ সালে ২০২০ পরীক্ষাকেন্দ্রে সারা রাজ্যে মোট ১,৬৪,৫৮১ জন পরীক্ষার্থী বাংলা, হিন্দি ও উর্দু ভাষায় এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল।

Education: Primary Education Board Scholarship 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy