Advertisement
২৪ মার্চ ২০২৩
SAIL

দু'শোরও বেশি শিক্ষানবিশ পদে নিয়োগের ঘোষণা সেল-এর

যে প্রার্থীরা এই শিক্ষানবিশ পদে আবেদন জানাতে চান, তাঁরা সেল-এর সরকারি ওয়েবসাইট-apprenticeshipindia.org.-এ গিয়ে আবেদন জানাতে পারবেন।

সেল-এ শিক্ষানবিশ পদে নিয়োগের ঘোষণা

সেল-এ শিক্ষানবিশ পদে নিয়োগের ঘোষণা সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ২২:১৬
Share: Save:

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেল) গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণের জন্য আবেদনপত্র গ্রহণ করছে। যে প্রার্থীরা এই শিক্ষানবিশ পদে আবেদন জানাতে চান, তাঁরা সেল-এর সরকারি ওয়েবসাইট-apprenticeshipindia.org.-এ গিয়ে আবেদন জানাতে পারবেন।এই পদে আবেদন জানানোর আগে, চাকরিপ্রার্থীদের অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। যে প্রার্থীরা বাণিজ্যিক শিক্ষানবিশ পদে আবেদন জানাতে চান, তাঁদের apprenticeshipindia.org-পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে। যে প্রার্থীরা জাতীয় শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রকল্পের অধীনে স্নাতক বা টেকনিশিয়ান শিক্ষানবিশ পদে আবেদন জানাতে চান, তাঁদের portal.mhrdnats.gov.in-পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

Advertisement

এই পদগুলিতে আবেদন জানানোর নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে, সেগুলি হল:

শিক্ষাগত যোগ্যতা

চাকরিপ্রার্থীদের অন্তত একটি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অথবা আইটিআই পাশ করতে হবে এই পদে আবেদন জানানোর জন্য।

Advertisement

বয়ঃসীমা

এই পদে আবেদন জানাতে গেলে ২০২২-এর ৩০ নভেম্বর তারিখে ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ২৪ বছর হতে হবে।

বৃত্তি

শিক্ষানবিশ পদগুলিতে নির্ধারিত সময়ে শিক্ষানবিশ আইন ১৯৬১ ও ১৯৬২ অনুযায়ী নিযুক্ত প্রার্থীদের বৃত্তি দেওয়া হবে।

শিক্ষানবিশ পদগুলিতে কী ভাবে আবেদন জানাবেন?

১. প্রথমে সরকারি ওয়েবসাইট-portal.mhrdnats.gov.in or apprenticeshipindia.org-এ যেতে হবে।

২. এর পরে নিজেদের নাম নথিভুক্ত করে শিক্ষানবিশ পদটি নির্বাচন করতে হবে।

৩. এ বারে আবেদনপত্রটি পূরণ করে জমা দিয়ে দিতে হবে।

৪. সব শেষে, পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.