Advertisement
E-Paper

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ শুক্রবার! পরবর্তী কর্মসূচি কী ভাবে

প্রথমে একাদশ দ্বাদশের ফল প্রকাশ হবে তার পর তার নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তার পরে নবম দশমে নথি যাচাইয়ের পরে ইন্টারভিউ হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ২০:৩৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের(এসএসসি) নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষার ফল বার হবে শুক্রবার। তবে প্রথমে নবম-দশমের ফল নয়, একাদশ-দ্বাদশ শ্রেণির ফলাফল। স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা মঙ্গলবার এ কথা জানালেন।

প্রথমে একাদশ-দ্বাদশের ফল প্রকাশিত হবে, তার পর তার নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তার পরে নবম-দশমের নথি যাচাইয়ের পরে ইন্টারভিউ হবে। শুক্রবার এসএসসি ওয়েবসাইটে ফলাফল ও তালিকা প্রকাশ করা হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগপ্রক্রিয়া চলছে। দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছেন ৯৩%। সংখ্যায় ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন।

নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এর আগে পর্যন্ত ডাকা হত ১:৪ অনুপাতে। একাদশ-দ্বাদশের ইন্টারভিউ আগে নেওয়া নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দফতরের এক আধিকারিকের বক্তব্য, নবম-দশমের তুলনায় একাদশ-দ্বাদশে শূন্যপদের সংখ্যা অর্ধেক। সেই হিসাবে ইন্টারভিউয়ে ডাক পাবেন তুলনায় অনেক কম প্রার্থী। প্রায় ২১ হাজার। তাই এই প্রক্রিয়া দ্রুত ও আগে শেষ করা হবে।

কমিশন সূত্রের খবর, নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে নথি যাচাই করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। ১৯৯৭ সাল থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া চলত আঞ্চলিক ভাবে। সেই প্রক্রিয়ায় বাদ সাধে অতিমারি পরিস্থিতি। কমিশন সূত্রের খবর, ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ভাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়।

WBSSC result
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy