স্টাফ সিলেকশন কমিশন-এর (এসএসসি) নয়া নির্দেশিকায় কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) পরীক্ষার জন্য নতুন নিয়মের ঘোষণা করা হয়েছে। এ বারই প্রথম বিশেষ সুবিধা পেতে চলেছেন পরীক্ষার্থীরা। সম্প্রতি পরীক্ষার দিন ঘোষণার পাশাপাশি এই নয়া নিয়মের কথাও জানিয়েছে এসএসসি।
সিএইচএসএল পরীক্ষা হওয়ার কথা ছিল গত সেপ্টেম্বর। কিন্তু সে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এ বার জানানো হয়েছে নভেম্বর মাসে পরীক্ষার আয়োজন করা হবে। একই সঙ্গে ‘সেলফ স্লট সিলেকশন’-এর সুবিধাও দেওয়া হল পরীক্ষার্থীদের জন্য।
এসএসসি-র পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএইচএসএল পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বার দেশের একাধিক শহরের পরীক্ষাকেন্দ্রে আগামী ১২ নভেম্বর থেকে পরীক্ষার আয়োজন করা হবে। তবে পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:
এসএসসি-র তরফে জানানো, সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে এ বার ৩,১৩১টি শূন্যপদে নিয়োগ হবে। গ্রুপ সি স্তরের এই পদে পরীক্ষার্থীরা এ বার থেকে ‘সেলফ স্লট সিলেকশন’-এর সুবিধা পাবেন। নয়া এই ব্যবস্থায় পরীক্ষার্থীরা সহজেই নিজের পছন্দের পরীক্ষাকেন্দ্র, দিন বা কোন পর্বে পরীক্ষা দেবেন, তা বেছে নিতে পারবেন। পরীক্ষার্থীরা বুধবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত কমিশনের ওয়েবসাইট থেকে এই ‘সেলফ স্লট সিলেকশন’ ব্যবহার করতে পারবেন।
কী ভাবে এই সুযোগ নিতে পারবেন পরীক্ষার্থীরা?
১) পরীক্ষার্থীদের এ জন্য কমিশনের ওয়েবসাইট ssc.gov.in -এ যেতে হবে।
২) এর পর নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৩) সেখানে ‘সেলফ স্লট সিলেকশন’ লেখায় ক্লিক করতে হবে। এর পর পছন্দের দিনক্ষণ এবং পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়া যাবে।
৪) পরীক্ষার্থীরা এর পর তা ‘সাবমিট’ করে সেই কনফারমেশন পেজটি ডাউনলোড করে নিয়ে নিজেদের কাছে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।