একাদশ দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের আরও বেশ কয়েকটি বিষয়ের ইন্টারভিউয়ের দিন ঘোষণা হতে চলেছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের প্রথমেই। চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হবে নবম-দশমের জন্য নথিযাচাই ও ইন্টারভিউ তালিকা। জানা গিয়েছে এমনই। কিন্তু এত কিছুর পরও যে আদালতে নির্দেশ মেনে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন, তা এক প্রকার নিশ্চিত। আর তা নিয়েই ঘনাচ্ছে সিঁদুরে মেঘ।
সূত্রের খবর, ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হওয়ার আগেই আবেদন জমা দিতে চাইছে রাজ্য। শিক্ষা দফতরের এক কর্তা বলেন, "আমরা তো চেয়েছিলাম সঠিক সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। কিন্তু একের পর এক মামলার কারণে বিলম্ব ঘটে গিয়েছে।" পাশাপাশি তাঁরা মনে করছেন, চাকরিহারা শিক্ষকেরা স্কুলে ক্লাস নেওয়া বন্ধ করে দিলে আখেরে ক্ষতি হবে পড়ুয়াদের। কার্যত ভেঙে পড়বে শিক্ষাব্যবস্থা। তাই নিযোগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও খানিকটা সময় চাইছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
এ দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলা ইংরেজি-সহ ৬ টি বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ কথা আগেই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। গত নভেম্বরেই শেষ হয়েছে বাংলা ও ইংরেজির ইন্টারভিউ। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের ইন্টারভিউ। তা এখনও চলছে।
কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একাদশ-দ্বাদশ এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। এই সময়সীমায় নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বুঝেই আদালেতর দ্বারস্থ হচ্ছে রাজ্য। জানা গিয়েছে, ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে বৈঠকও করেছেন শিক্ষা দফতরের আধিকারিকরা।
এসএসসি সূত্রের খবর, নবম-দশম শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশের ক্ষেত্রে ফাইনাল ভেরিফিকেশনের কাজ বাকি রয়েছে। যা বৃহস্পতিবার সম্পূর্ণ হবে। তারপরই এই তালিকা প্রকাশ করা হবে চলতি সপ্তাহের শেষে।
উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ায় তালিকা প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি। যদিও এসএসসি জানাচ্ছে, তালিকা প্রকাশ হলেও নথি যাচাইয়ের কাজ এখনই শুরু হবে না। একাদশ দ্বাদশে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পরেই সেই কাজ শুরু হবে। নবম-দশম শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে গত ২৪ নভেম্বর। সেখানে প্রার্থীরা শুধু জানতে পেরেছেন পূর্ণমান ৬০-এর মধ্যে তাঁরা কত নম্বর পেয়েছেন। কারা ইন্টারভিউয়ে ডাক পাবেন, তা এখনও নিশ্চিত নয়।