Advertisement
E-Paper

ওবিসি মামলার শুনানি সোমবার, উচ্চশিক্ষায় ভর্তিতে সময়সীমা বাড়ালো রাজ্য

আবেদনের দিনক্ষণ ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল রাজ্য সরকার। শিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষার্থীদের সুবিধার জন্যই এই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নাম নথিভুক্ত করেছে ৩ লক্ষ ৫৬ হাজার ২০২ জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০০:০৮

—ফাইল চিত্র।

রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণ মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দফতর স্নাতকে অভিন্ন পোর্টালের (ক্যাপ) মাধ্যমে আবেদনের দিনক্ষণ ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল।

শিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষার্থীদের সুবিধার জন্যই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ২০২ জন।

শেষবার আবেদনের সময়সীমা বৃদ্ধির ১০ দিন পর দেখা যাচ্ছে মাত্র ৮০০০ মতো নাম নথিভুক্ত হয়েছে রাজ্যের কলেজগুলিতে। ১৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত যে তথ্য বিকাশ ভবন দিয়েছিল তাতে দেখা যাচ্ছে, ৩ লাখ ৪৮ হাজার ২৯৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

রাজ্যে এই মুহূর্তে ৪৭৭ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৯ লাখ ৪৮ হাজার ৭৩৭ আসন রয়েছে। ফলে বিপুল সংখ্যক আসন ফাঁকা থাকবে, তা নিয়ে একরকম নিশ্চিত ওয়াকিবহাল মহল। কারণ, এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী পাশ করেছে ৪ লাখ ৩০ হাজার ২৮৬ জন। গত বছর সেই সংখ্যা ছিল ৬ লাখ ৭৯ হাজার ৭৮৪ জন। তারপরও স্নাতকে ক্যাপের মাধ্যমে ভর্তি হয়েছিল ৪ লাখ ৪৪ হাজারের কিছু বেশি।

উচ্চশিক্ষা আধিকারিকদের একাংশ বলছেন, সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ার কারণেই রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়ার দিন বাড়াতে বাধ্য হয়েছে। প্রথমে ১ জুলাই থেকে ১৫ জুলাই, তারপরে ২৫ জুলাই পর্যন্ত দিন বাড়ানো হয়েছে। শেষবার তা করা হলো ৩০ শে জুলাই। এতে স্নাতকে ২০২৫ শিক্ষাবর্ষে ক্লাস শুরুর ক্ষেত্রে অনিশ্চয়তা আরও বাড়ল বলেই মনে করছেন অনেকে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। গত সপ্তাহে মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হলেও প্রধান বিচারপতি এজলাসে না বসায় শুনানি হয়নি। সোমবার এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal cap Collage Admission 2025 Higher Education Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy