কেন্দ্রীয় সরকারের ‘ক্লাস ওয়ান’ অফিসার হতে চান? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) তরফে উল্লিখিত পদে নিয়োগের জন্য বিশেষ পরীক্ষা নেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং সার্ভিস এগজামিনেশন (ইএসই) পরীক্ষার মাধ্যমে ৪৭৪ জনকে নিয়োগ করা হবে।
ইউপিএসসি-র তরফে ওই পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অনলাইনে আগ্রহীরা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। পরীক্ষা ৮ ফেব্রুয়ারি নেওয়া হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকেরা ওই পরীক্ষাটি দিতে পারবেন। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
পরীক্ষায় উত্তীর্ণেরা সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান নাভাল মেটিরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস-সহ কেন্দ্রীয় সরকার অধীনস্থ একাধিক বিভাগে চাকরির সুযোগ পাবেন।
ইউপিএসসি প্রিলিমিনারি এবং মেনস— দু’ভাগে পরীক্ষা নেবে। প্রিলিমিনারি-র জন্য ৫০টি শহর এবং মেনস-এর জন্য ২৪টি শহরে পরীক্ষাকেন্দ্র থাকছে। প্রার্থীরা রেজিস্ট্রেশনের সময় পরীক্ষা কেন্দ্রে বেছে নিতে পারবেন। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ-এর ভিত্তিতে যে সমস্ত পরীক্ষা কেন্দ্রের আসন ভর্তি হয়ে যাবে, সেই কেন্দ্রগুলি প্রার্থীরা আর বেছে নিতে পারবেন না।