ইঞ্জিনিয়ারদের জুনিয়র রিসার্চ ফেলো হওয়ার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে ওই পদে ইঞ্জিনিয়ার প্রয়োজন। শূন্যপদ দু’টি।
ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল কিংবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ওই কাজের জন্য নিয়োগ করা হবে। তাঁর বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকা দরকার। এ ছাড়াও আবেদনকারীদের অ্যানালগ মিক্সড সিগন্যাল ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) ডিজাইন, ডিজিটাল ডিজাইন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর (এনআইআরএফ) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের কাজ চলবে। তাঁর জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিক ভাবে ২৪ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে।
কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আইআইটি, খড়্গপুর-এর ওয়েবসাইট মারফত সমস্ত নথি পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর।