বিজ্ঞান ও প্রযুক্তি শাখার বিষয়ে গবেষণা এবং শিক্ষকতার সুযোগ পেতে বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ- ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট) শীর্ষক ওই পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসেই হতে চলেছে। ১৮ ডিসেম্বর পরীক্ষা হবে।
আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যাঁরা বিজ্ঞান এবং প্রযুক্তির শাখার বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন, তাঁরা এই পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুন:
কম্পিউটার বেস্ড টেস্ট-এর মাধ্যমে দু’টি শিফ্টে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পূর্ণমান ২০০। ১৮০ মিনিট অর্থাৎ তিন ঘণ্টার মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। প্রথম শিফ্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয় শিফ্ট বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
আগ্রহীদের অনলাইনে ১,১৫০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে ২৫ অক্টোবরের মধ্যে আবেদনপত্র দাখিল করতে পারবেন। সিএসআইআর নেট-এর ওয়েবসাইট (csirnet.nta.nic.in) মারফত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। ওই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। একই সঙ্গে তাঁদের কাছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করারও সুযোগ থাকছে।