স্নাতক অথবা স্নাতকোত্তরের পরই দেশের বাইরে পা দেওয়ার আগ্রহ থাকে অনেকের। সে ক্ষেত্রে কেউ উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন, কেউ আবার কর্মসংস্থানের জন্য। তার আগে প্রয়োজন হয় কিছু বিদেশী ভাষা রপ্ত করে নেওয়া। বহু বছর ধরেই এ রাজ্যে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, ফরাসি, জার্মান, রাশিয়ান ভাষার প্রতি আগ্রহ ছিল। বর্তমানে জাপান, পর্তুগাল, কোরিয়া, ইতালির মতো বেশ কিছু দেশের ভাষা শেখার প্রতি আগ্রহও দেখা যাচ্ছে। তথ্য বলছে, বহু মানুষ এই দেশগুলিতেও কাজের জন্য পাড়ি দিচ্ছেন। সে ক্ষেত্রে অন্য ডিগ্রির পাশাপাশি যদি বিদেশি ভাষা জানা থাকে তা হলে অগ্রাধিকার পাওয়া যায়।
রাজ্যের কোথায় কোথায় বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে এবং এই পাঠের পর কী ধরনের চাকরি পাওয়া যেতে পারে সেই সব বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে।
কোথায় কোথায় পড়া যায়?
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বহু বিদেশি ভাষায় সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সিতেও স্প্যানিশ, ফরাসি, চাইনিজ়-সহ আরও ভাষা শেখার পাঠ্যক্রমে ভর্তি হতে পারেন আগ্রহীরা।
আরও পড়ুন:
এ ছাড়াও, গোলপার্কের রামকৃষ্ণ মিশন থেকে বহু বিদেশি ভাষার কোর্স করানো হয়।
জার্মান সরকার দ্বারা পরিচালিত কলকাতার গোয়েথে ইনস্টিটিউট থেকে জার্মান ভাষা শেখার সুযোগ রয়েছে। সল্টলেকের অ্যাকাডেমি অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ কাউন্সিল-সহ আরও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকেও বিদেশি ভাষা শেখার সুযোগ থাকে।
চাকরির সুযোগ কেমন?
জাপান হোক বা স্পেন, বিদেশের যে কোনও স্থানেই চাকরি করতে হলে সেখানকার ভাষা জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যায়। তবে, বিদেশি ভাষা শিখে দেশের মধ্যেও কাজের সুযোগ থাকে। বিদেশি দূতাবাসগুলিতে চাকরির সুযোগ রয়েছে। অনুবাদক হিসাবে সরকারি সংস্থায় কাজ শুরু করা যেতে পারে। বিদেশে ভ্রমণ করে এমন ভ্রমণ সংস্থাগুলিতেও চাকরির সুযোগ থাকে। এ ছাড়াও শিক্ষকতার সুযোগ তো রয়েছেই।