Advertisement
১৬ জুন ২০২৪

নাইট্রোজেনের পাইপ লাইনে পড়ে মৃত চার

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৪ ১৯:৪২
Share: Save:

কাজ করার সময় নাইট্রোজেন ভর্তি পাইপ লাইনে পড়ে গিয়ে চার শ্রমিকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড় জেলার লেপেটকাটা গ্যাস ক্র্যাকার প্রকল্প কারখানায়। শ্রমিকরা জানান, শনিবার সকালে জনা কুড়ি শ্রমিক প্রকল্পের ভিতরে একটি জলের ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। কাজ চলাকালীন আচমকাই পাঁচ শ্রমিক ট্যাঙ্ক লাগোয়া পাশের পাইপ লাইনে পড়ে যান। পাইপের ভিতরে ছিল নাইট্রোজেন গ্যাস। এক শ্রমিক উঠে এলেও বাকিরা আটকে পড়েন। পরে ধাপে ধাপে হীরেন গগৈ, ব্রজেন গগৈ, হরি সেলাং এবং হেমন্ত দাস নামে চার শ্রমিককে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চার জনেরই মৃত্যু হয়। প্রতিবাদে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। গাড়ি ভাঙচুর করা হয়। যে সংস্থার হয়ে ওই কর্মীরা কারখানায় কাজ করতেন, সেই অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। শ্রমিকদের দাবি, ইঞ্জিনিয়াররা মুখোশ ও অন্যান্য সুরক্ষা-সরঞ্জাম ব্যবহার করলেও শ্রমিকদের কোনও সুরক্ষা ছাড়াই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে হয়। ঘটনাটি নিয়ে পুলিশ ও বিসিপিএস কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE