Advertisement
১৭ জুন ২০২৪

স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৪ ১৯:৫৮
Share: Save:

ভরদুপুরে সাহাপুর ফাঁড়িতে বসেছিলেন পুলিশকর্মীরা। হঠাত্‌ই সেখানে হাজির হলেন এক যুবক। শান্ত, নির্বিকার গলায় তিনি জানান, সদ্য স্ত্রীকে খুন করে এসেছেন তিনি। নিজের বাড়ির ঠিকানাও পুলিশকে জানান ওই যুবক। এর পরেই তড়িঘড়ি যুবকের বাড়িতে ছোটেন পুলিশকর্মীরা। গিয়ে দেখেন, ঘরের মধ্যে রক্তমাখা একটি হাঁসুয়া পড়ে রয়েছে। পড়শিরা অবশ্য তত ক্ষণে ওই যুবকের স্ত্রীকে নিয়ে এম আর বাঙুর হাসপাতালে ছুটেছেন।

পুলিশ জানায়, ওই যুবকের নাম শেখ সফিক ওরফে সোনু। তাঁর স্ত্রী শবনমকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শবনমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবককে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা এ দিন দুপুরে আধ ঘণ্টা টালিগঞ্জ সার্কুলার রোড অবরোধ করেন। পরে নিউ আলিপুর ও বেহালা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংসারে আর্থিক অনটনের জেরেই এই খুন বলে পুলিশের সন্দেহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE