Advertisement
০৬ অক্টোবর ২০২৪

মেদিনীপুরে ছাত্রীর উপর অ্যাসিড হামলা, আটক দুই

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের স্বাদ এসেছিল শুক্রবার সকালে। কিন্তু সেই আনন্দের রেশ কাটার আগেই কৃতী এক ছাত্রীর ভবিষ্যতই আপাতত প্রশ্নের মুখে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। যদিও শনিবার বিকেল পর্যন্ত পুলিশের কাচে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি আক্রান্ত ছাত্রীর পরিবারের তরফে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ২০:৩৪
Share: Save:

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের স্বাদ এসেছিল শুক্রবার সকালে। কিন্তু সেই আনন্দের রেশ কাটার আগেই কৃতী এক ছাত্রীর ভবিষ্যতই আপাতত প্রশ্নের মুখে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। যদিও শনিবার রাত পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি আক্রান্ত ছাত্রীর পরিবারের তরফে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

পুলিশ সূত্রে খবর, দাসপুর থানার নন্দনপুর হাইস্কুলের ওই ছাত্রী এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। তার পরিবারের অভিযোগ, ওই দিন রাত দেড়টা নাগাদ তিনি যখন তাঁর বাবা, মা এবং ভাইয়ের সঙ্গে ঘুমিয়েছিলেন, তখনই প্রতিবেশী এক যুবক তাঁর উপর অ্যাসিড হামলা করে। হামলায় গুরুতর আহত ওই ছাত্রীকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা। ঘটনায় আহত হয়েছেন ছাত্রীর মা এবং ভাই।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক বেশ কয়েক দিন ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। প্রস্তাবে রাজি না হওয়াতেই এই হামলা বলে দাবি তাঁদের। ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকদের এক জনের বাড়ি আক্রান্ত ছাত্রীর বাড়ির কাছেই। অন্য জনের বাড়ি নন্দনপুরের পাশের গ্রাম বালক রাউত্ গ্রামে। এই দু’জনই হামলায় জড়িত, না তাদের সঙ্গে আরও কেউ ছিল, সে বিষয়ে জানতে আটকদের জেরা শুরু করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত অ্যাসিড কোথা থেকে যোগাড় করা হল, খোঁজ নেওয়া হচ্ছে তা-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE