Advertisement
১৩ অক্টোবর ২০২৪

সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী নিহত ঝাড়খণ্ডে

সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাঁচ মাওবাদীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের একটি দল যৌথ ভাবে বিষানপুরের জঙ্গলে অভিযান চালাচ্ছিল। তখনই মাওবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

সংবাদ সংস্থা
ঝাড়খণ্ড শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ১৬:৪০
Share: Save:

সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাঁচ মাওবাদীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের একটি দল যৌথ ভাবে বিষানপুরের জঙ্গলে অভিযান চালাচ্ছিল। তখনই মাওবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাঁচ মাওবাদী মারা যায়। ঘটনাস্থল থেকে রাইফেল, ২০০ রাউন্ড গুলি, গ্রেনেড, বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত তার উদ্ধার করা হয়েছে।

সিআরপিএফ-এর ইনস্পেক্টর জেনারেল রাকেশ মিশ্র বলেন, ‘সংঘর্ষে নিহত এক মাওবাদীর দেহ শনাক্ত করা গিয়েছে।’ এ দিন বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

naxal crpf dead five maobadi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE