Advertisement
২৩ এপ্রিল ২০২৪

৪০০-র ক্লাবে মেসি, হাতছানি হ্যাটট্রিকের রেকর্ডেও

৪০০ গোলের ক্লাবে ঢুকে পড়লেন লায়োনেল মেসি। রবিবার লা লিগায় এসপ্যানিওলের বিরুদ্ধে ৫-১ গোলে জেতে বার্সেলোনা। সেই পাঁচ গোলের মধ্যে তিনটি গোলই এলএম টেন-এর। গোলের রেকর্ডের পাশাপাশি হ্যাটট্রিকের রেকর্ডের দৌড়েও সামিল হয়েছেন তিনি। গত চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই হ্যাটট্রিক করেন মেসি। ওই দিন এসপ্যানিওলের বিরুদ্ধে তিনি লা লিগার ২১তম হ্যাটট্রিকটি করেন।

এসপ্যানিওলের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর মেসি। ছবি: এএফপি।

এসপ্যানিওলের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর মেসি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৪ ১২:২০
Share: Save:

৪০০ গোলের ক্লাবে ঢুকে পড়লেন লায়োনেল মেসি। রবিবার লা লিগায় এসপ্যানিওলের বিরুদ্ধে ৫-১ গোলে জেতে বার্সেলোনা। সেই পাঁচ গোলের মধ্যে তিনটি গোলই এলএম টেন-এর। গোলের রেকর্ডের পাশাপাশি হ্যাটট্রিকের রেকর্ডের দৌড়েও সামিল হয়েছেন তিনি। গত চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই হ্যাটট্রিক করেন মেসি। ওই দিন এসপ্যানিওলের বিরুদ্ধে তিনি লা লিগার ২১তম হ্যাটট্রিকটি করেন।

মেসির হ্যাটট্রিকের কয়েক ঘণ্টা আগেই সেল্টা ভিগোকে ৩-০ হারায় রিয়াল মাদ্রিদ। সেই জয়ের নেপথ্যে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে তিনি ডি’স্তেফানোর ২২টি হ্যাটট্রিকের রেকর্ড ভাঙেন। ২৩তম হ্যাটট্রিকটি নিজের দখলে রাখলেও খুব একটা ‘স্বস্তি’তে নেই সিআর সেভেন। কারণ, তাঁর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন। বিশেষজ্ঞদের মতে, যে ভাবে একের পর এক মাইলস্টোন অতিক্রম করছেন মেসি, তাতে এই মাইলস্টোন টপকাতেও খুব বেশি সময় নেবেন না তিনি।

গত নভেম্বরেই আপোয়েল এফসি-র বিরুদ্ধে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে রাউলের ৭১ গোলের রেকর্ড ভাঙেন তিনি। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা (৭৪) হিসাবে উঠে এসেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE