Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোলিয়ারিতে পরিষেবার দাবিতে তৃণমূলের বিক্ষোভ

জল, বিদ্যুত্ এবং রাস্তা সারানোর দাবিতে কোলিয়ারিতে বিক্ষোভ দেখাল শাসক দল তৃণমূল। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রানিগঞ্জের এসার প্রজেক্টস লিমিটেড (ইপিএল) কোলিয়ারির জেকে নগর প্রজেক্ট এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
জামুরিয়া শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৪
Share: Save:

জল, বিদ্যুত্ এবং রাস্তা সারানোর দাবিতে কোলিয়ারিতে বিক্ষোভ দেখাল শাসক দল তৃণমূল। ঘটনাটি ঘটেছে বর্ধমানের রানিগঞ্জের এসার প্রজেক্টস লিমিটেড (ইপিএল) কোলিয়ারির জেকে নগর প্রজেক্ট এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে কোলিয়ারির সামনে স্থানীয় তৃণমূল নেতা অজিত মাহাতোর নেতৃত্বে বেলিয়া বাথানের বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত পানীয় জল মিলছে না, বিদ্যুত্ ব্যবস্থাও তথৈবচ। এলাকার প্রধান রাস্তাও খানাখন্দে ভরা। এই সব নাগরিক পরিষেবা তাঁদের যথাযথ ভাবে দিতে হবে— এমনই দাবিতে এ দিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ দেখান বাসিন্দরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান ইপিএলের আধিকারিক শৈলেন্দ্র কুমার। দ্রুত সব সমস্যা মেটানো হবে বলে তিনি আশ্বাস দিলে ঘণ্টা তিনেক পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, বছর আসে, বছর ঘুরে যায়। উন্নয়নের দাবিতে বিক্ষোভও দেখানো হয়। সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলেও তাঁদের অবস্থা বদলায় না। একই অভিযোগে মাস কয়েক আগেও বিক্ষোভে বসেন এলাকার মানুষ। কিন্তু সে বারে কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হলেও সমস্যা যে মেটেনি তা এ বারের বিক্ষোভ কর্মসূচিতেই প্রমাণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jamuria jk nagar project epl tmc agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE