Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কেষ্টপুরের বাগজোলা খালে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

তিন দিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দেহ মিলল কেষ্টপুরের বাগজোলা খালে ডুবে যাওয়া শিবশঙ্কর মিস্ত্রির দেহ। পুলিশ জানিয়েছে, গত দু’দিনের মতো এ দিনও সকাল থেকেই খালে তল্লাশি চালান বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সে সময় ঘটনাস্থল থেকে প্রায় ১০০-১৫০ মিটার দূরে জগত্পুরে ৭ নম্বর লোহা ব্রিজের কাছে শিবশঙ্করের দেহ ভাসতে দেখা যায়। তাঁর বাবা সমরেশ মিস্ত্রি দেহটি সনাক্ত করেন।

শিবশঙ্কর মিস্ত্রি।

শিবশঙ্কর মিস্ত্রি।

নিদস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৪ ১৬:১১
Share: Save:

তিন দিন ধরে তল্লাশি চালানোর পর অবশেষে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দেহ মিলল কেষ্টপুরের বাগজোলা খালে ডুবে যাওয়া শিবশঙ্কর মিস্ত্রির দেহ। পুলিশ জানিয়েছে, গত দু’দিনের মতো এ দিনও সকাল থেকেই খালে তল্লাশি চালান বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সে সময় ঘটনাস্থল থেকে প্রায় ১০০-১৫০ মিটার দূরে জগত্পুরে ৭ নম্বর লোহা ব্রিজের কাছে শিবশঙ্করের দেহ ভাসতে দেখা যায়। তাঁর বাবা সমরেশ মিস্ত্রি দেহটি সনাক্ত করেন।

গত ২৫ ডিসেম্বর গভীর রাতে একটি মোটরবাইকে করে ফিরছিলেন শিবশঙ্কর, সঞ্জয় ও গোপাল নামে তিন যুবক। তীব্র গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কেষ্টপুর সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে ওই তিন জনই পড়ে যান বাগজোলা খালে। সঞ্জয় ও গোপাল উঠতে পারলেও শিবশঙ্কর উঠতে পারেননি। ওই রাতেই শুরু হয় তল্লাশি। কিন্তু খালের আবর্জনার জন্য তল্লাশি চালাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। শনিবার খাল পরিষ্কার করা হয়। কিন্তু ওই দিনও দেহ মেলেনি শিবশঙ্করের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bagjola khal kestopur shivshankar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE