Advertisement
০৮ মে ২০২৪

খাগড়াগড়-কাণ্ডে ৪ জন এনআইএ হেফাজতে

খাগড়াগড়-কাণ্ডে গত ২৭ জানুয়ারি ধৃত চার জনকে মঙ্গলবার ফের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে পাঠাল আদালত। এ দিন ডালিম শেখ ওরফে ফইজুল, মতিউর রহমান, হবিবুর রহমান ও গিয়াসউদ্দিন মুন্সিকে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের সামনে হাজির করানো হয়। এনআইএ-র তরফে তাদের ফের সাত দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানান আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৯
Share: Save:

খাগড়াগড়-কাণ্ডে গত ২৭ জানুয়ারি ধৃত চার জনকে মঙ্গলবার ফের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে পাঠাল আদালত। এ দিন ডালিম শেখ ওরফে ফইজুল, মতিউর রহমান, হবিবুর রহমান ও গিয়াসউদ্দিন মুন্সিকে কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের সামনে হাজির করানো হয়। এনআইএ-র তরফে তাদের ফের সাত দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানান আইনজীবী।

ওই চার জনের মধ্যে ডালিম বীরভূমের, মতিউর ও গিয়াসউদ্দিন নদিয়ার এবং হবিবুর মুর্শিদাবাদের বাসিন্দা। বিচারকের কাছে এনআইএ যুক্তি দেয়, ওই চার জনের কাছ থেকে আরও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এবং তাদের কাছ থেকে বিস্ফোরণ-কাণ্ডে জড়িত ও পলাতক কয়েক জনের হদিসও মিলতে পারে। মুখ্য বিচারক মুমতাজ খান ওই চার জনকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন।

খাগড়াগড়-কাণ্ডে আর এক অভিযুক্ত, বীরভূমের কীর্ণাহারের আমজাদ আলি শেখকেও এ দিন আদালতে হাজির করানো হয়েছিল। কারণ, গত শনিবার বিচারক জানান, আমজাদের জামিনের আবেদন তিনি শুনবেন। তবে আদালত সূত্রের খবর, আমজাদের আইনজীবী এ দিন না থাকায় ওই শুনানি হয়নি। খাগড়াগড়ে জঙ্গিদের বোমা ও অস্ত্র তৈরির গবেষণাগার তথা কারখানায় আমজাদ বিস্ফোরক তৈরির রাসায়নিক ও অন্যান্য কাঁচামাল সরবরাহ করত বলে তদন্তকারীদের দাবি। বিচারক এ দিন আমজাদকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

khagragarh nia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE