Advertisement
১১ মে ২০২৪

জম্মুতে বিএসএফ চৌকি লক্ষ্য করে পাক সেনার গুলিবর্ষণ, আহত ৩ গ্রামবাসী

পাক রেঞ্জার্সদের ছোড়া গুলিতে ক্ষতিগ্রস্ত বাড়ি দেখাচ্ছেন এক গ্রামবাসী। ছবি: পিটিআই।

পাক রেঞ্জার্সদের ছোড়া গুলিতে ক্ষতিগ্রস্ত বাড়ি দেখাচ্ছেন এক গ্রামবাসী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৪ ১৩:৪৫
Share: Save:

চব্বিশ ঘণ্টাও পেরোয়নি, ফের মঙ্গলবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক রেঞ্জার্স। এ দিন জম্মুর আখনুর, আর্নিয়া এবং আর এস পুরা সেক্টরে বিএসএফ-এর ৪০টি সেনা চৌকি লক্ষ্য করে গুলি ও মর্টার ছোড়ে তারা। তাদের ছোড়া গুলিতে জখম হন ৩ জন গ্রামবাসী। বিএসএফ সমান তালে পাল্টা জবাব দেয় পাক সেনাদের। বিএসএফ-এর মুখপাত্র বিনোদ যাদব জানান, সোমবার রাত ন’টা থেকে আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক গুলি বর্ষণ করে পাক রেঞ্জার্সরা। ক্ষতিগ্রস্ত হয় ৪০টি সেনা চৌকি। কানাচক, পার্গোয়াল সাব-সেক্টর এবং সাম্বা সেক্টরেও গুলি ছোড়ে পাক সেনারা। রাতভর সেনারা এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান।

সোমবারেই পাক রেঞ্জার্সদের গুলিতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে নিহত হন পাঁচ জন গ্রামবাসী। আহত হন ৩৪ জন। ১ অক্টোবর থেকে এখনও পর্যন্ত মোট বারো বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক রেঞ্জার্সরা। এর মধ্যে সোমবারই পুঞ্চের ভীম্বের গলি, কার্নি, বালাকোট ও মানকোটে তিন বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে তারা। ওই দিন সীমান্ত এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি পাকিস্তানের এই ধরনের প্ররোচনামূলক কাজের তীব্র নিন্দা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ceasefire jammu arnia pakistan loc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE