Advertisement
২০ মে ২০২৪

বাড়মের থেকেই দাঁড়াচ্ছেন ‘নির্দল’ যশোবন্ত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ১৪:২৮
Share: Save:

দীর্ঘ টানাপোড়েনের শেষে সোমবার প্রত্যাশা মতো বাড়মের কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি-র প্রাক্তন মন্ত্রী তথা বিদায়ী সাংসদ যশোবন্ত সিংহ। এ দিন সকালে মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে বেশ কিছু সমর্থকও জেলাশাসকের দফতরে হাজির ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপি-র এই নেতা বলেন, “বাড়মেরের জন্য আমি এই পদক্ষেপ করলাম। এখন স্বস্তি বোধ করছি।”

যশোবন্ত বেশ কিছু দিন ধরেই দলের কাছে দাবি জানিয়ে আসছিলেন, তাঁকে তাঁর জন্মস্থান বাড়মের থেকে প্রার্থী করা হোক। কিন্তু বিজেপি নেতৃত্ব সেই দাবি মানেননি। তাঁরা যশোবন্তকে ‘অ্যাডজাস্ট’ করতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি যে কোনও ‘আসবাবপত্র’ নন সে কথা মনে করিয়ে দিয়ে যশোবন্ত জানিয়েছিলেন, তাঁর পক্ষে ‘অ্যাডজাস্ট’ করা সম্ভব নয়। পাশাপাশি রবিবার তিনি বলেছিলেন, “যাঁরা ‘অ্যাডজাস্ট’-এর মতো শব্দ উচ্চারণ করতে পারেন, তাঁদের মানসিকতা স্পষ্ট। নীতির সঙ্গে ‘অ্যাডজাস্ট’ করতে বলাটা যথেষ্ট অপমানজনক।” এই নিয়ে দলের সঙ্গে তাঁর পরোক্ষে বাদানুবাদও হয় ওই দিন। তার পরই তিনি ঘোষণা করেন নির্দল প্রার্থী হিসেবে বাড়মের থেকে লড়বেন।

কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেন তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন?

এ দিন সকালে দার্জিলিঙের বিদায়ী সাংসদ বলেন, “আমি আদর্শগত এবং সম্মানের জায়গা থেকে লড়াই করছি। শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং গোটা বাড়মেরবাসীর সম্মান এর সঙ্গে জড়িয়ে রয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

yashwant sinha lok sabha election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE