বেশ কিছু ধরেই অশান্ত সন্দেশখালি। প্রথম সারির রাজনৈতিক দলগুলির পাশাপাশি অখিল ভারত হিন্দু মহাসভাও সেখানে কার্যত নিঃশব্দে জনসংযোগের কাজ শুরু করেছে। আসন্ন লোকসভা ভোটে তারা সন্দেশখালিরই কোনও মহিলাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করবে বলে জানিয়েছে। সন্দেশখালি ওই লোকসভা কেন্দ্রেরই অধীন।
রবিবার হিন্দু মহাসভার একটি প্রতিনিধি দলের দু’জন করে সদস্য সন্দেশখালির ধামাখালি, লঞ্চঘাট মোড়, মাঝিপাড়া, পুকুরপাড়া, সিংহপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, ‘‘আমরা লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে সন্দেশখালি ২ ব্লক থেকেই কোনও মহিলাকে প্রার্থী করব। যাতে কোনও বানানো কথা বা প্ররোচনায় কেউ পা না দেন। ওখানকার ভূমিপুত্র বা মহিলারাই সেখানকার সমস্যা এবং সমাধানের বিষয় সারা দেশের কাছে সঠিক ভাবে পৌঁছে দিতে পারেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)