Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

‘আড্ডা’ শিবিরে যুব মোর্চা শেখাবে বক্তৃতা

বিভিন্ন সময়ে বিজেপি নেতারা বক্তৃতার সময়ে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কিছু ক্ষেত্রে তার ‘নেতিবাচক’ প্রভাব পড়েছিল ভোটে।

BJP

—প্রতীকী ছবি।

বিপ্রর্ষি চট্টোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৩৪
Share: Save:

লোকসভা নির্বাচন আসন্ন। কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রচার। সেখানে কী বলতে হবে, রাজ্য জুড়ে ঘুরে ঘুরে তা শেখাবে রাজ্য বিজেপির যুব মোর্চা।

সূত্রের খবর, রাজ্যের অন্তত ১০ হাজার জায়গায় শিবির করে যুবদের প্রশিক্ষণ দেবে যুব মোর্চা। গত লোকসভা নির্বাচনে যে জেলাগুলিতে বিজেপি জিততে পারেনি, সেই এলাকাগুলিকে জায়গা বাছাইয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এই শিবির আজ, রবিবার থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলার কথা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘যুব আড্ডা’।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

রাজ্য যুব মোর্চার নেতারা প্রত্যেকে কোনও না কোনও শিবিরে থাকবেন। আসতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বও। সূত্রের খবর, এই শিবিরের প্রথম লক্ষ্য, লোকসভা নির্বাচনের সময়ে যুব বাহিনীকে কী করে ব্যবহার করা যায় এবং গতিশীল রাখা যায়, তার দিশা ঠিক করা। দ্বিতীয় লক্ষ্য, যুব নেতা-কর্মীরা প্রচারের সময়ে বক্তৃতায় কী বলবেন, তা স্থির করে দেওয়া। বক্তৃতার সময়ে কেন্দ্রীয় সরকারের সাফল্য প্রচার থাকবে কতটুকু আর রাজ্য সরকারের বিরুদ্ধে কতটা এবং কী বলতে হবে, তার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া, এলাকাগত ভাবে কোন কোন স্থানীয় বিষয় বক্তৃতায় তুলে ধরতে হবে, তা-ও শেখানো হবে।

বিভিন্ন সময়ে বিজেপি নেতারা বক্তৃতার সময়ে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কিছু ক্ষেত্রে তার ‘নেতিবাচক’ প্রভাব পড়েছিল ভোটে। সম্প্রতি বিজেপির সমাজমাধ্যমে কিছু পোস্ট এবং মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই বিষয়গুলি নিয়ে ঝুঁকি নিতে রাজি নন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই বক্তব্যের বিষয় নিয়ে স্পষ্ট নির্দেশিকা তৈরি করে দিতে চাইছে দল। সেই কাজটা দলের যুবদের দিয়েই শুরু হতে চলেছে।

এই প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, “প্রধানমন্ত্রী যুব ভোটারদের সঙ্গে
কথা বলেছিলেন। তখনই পরিকল্পনা করি, সেই বার্তাকে কেন্দ্র ধরে ধরে ছড়িয়ে দেওয়ার।”

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 BJP BJYM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE