Advertisement
E-Paper

নানা রঙের সমাহার প্রধানমন্ত্রীর পাগড়িতে! সাধারণতন্ত্র দিবসের ওই শিরোসজ্জার কোনও তাৎপর্য রয়েছে কি?

সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির কর্তব্যপথে এবং স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধামমন্ত্রীর বক্তৃতার পাশাপাশি নজর থাকে তাঁর মাথার সাজেও। এ বছরও তার ব্যত্যয় হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১১:২৫
সোমবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বছরে অন্তত দু’বার (ভোটের প্রচারের সাজ বাদ দিলে) দু’ধরনের বিশেষ শিরোসজ্জায় জনসমক্ষে আসেন নরেন্দ্র মোদী। ২৬ জানুয়ারি এবং ১৫ অগস্ট। সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির কর্তব্যপথে এবং স্বাধীনতা দিবসে লালকেল্লায় তাঁর বক্তব্য শোনার পাশাপাশি নজর থাকে তাঁর মাথার সাজেও। এ বছরও তার ব্যত্যয় হয়নি। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ বছর এক ঝলমলে রঙিন পাগড়ি মাথায় পরে কর্তব্যপথে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই পাগড়ির রঙে বা কারুকাজে কোনও বিশেষ তাৎপর্য রয়েছে কি?

সোমবার সকালে প্রধানমন্ত্রী পরেছিলেন গাঢ় নীল রঙের কুর্তা ও সাদা চুড়িদারের হালকা আকাশি রঙের নেহরু জ্যাকেট। সঙ্গের পাগড়িটি ছিল রেশমের। নানা উজ্জ্বল রঙের টাই অ্যান্ড ডাই করা বাহারি কাপড়ে ঝলমলে সোনালি রঙের জরিতে বোনা নকশা। সেই নকশাও নজরকাড়া। কারণ মেরুন, বেগনি, গোলাপি, সবুজ, সাদা, হলুদ, নীল, ইত্যাদি রঙের উপর সোনালি রঙে আঁকা ময়ূরের পালকের মোটিফ। যে মোটিফ এ দেশের ঈশ্বরপ্রেমীরা কৃষ্ণের প্রতীক হিসাবে দেখেন।

মোদীর রেশমের পাগড়িতে সোনালি রঙের ময়ূরের পালকের নকশা।

মোদীর রেশমের পাগড়িতে সোনালি রঙের ময়ূরের পালকের নকশা। ছবি: পিটিআই।

মোদীর পাগড়ির টাই অ্যান্ড ডাই নকশা সাধারণত দেখা যায় রাজস্থানে।পাগড়ি পরার ধরনটিও রাজস্থানের যোধপুরের আদলে। সেখানেই পাগড়ি মাথায় অল্প পেখমের মতো কাপড়, এক দিকে পেঁচানো কাপড়ের স্তর আর পাগড়ির নীচে ঝুলে থাকা কাপড়টি প্রায় কোমর সমান দীর্ঘ হয়। মোদীও রাজস্থানি কাপড়ের পাগড়ি বেঁধেছেন সে ভাবেই।

এর আগেও মোদীর সাধারণতন্ত্র দিবসের পাগড়ি নিয়ে আলোচনা হয়েছে। গত বছরও তিনি পরেছিলেন রাজস্থানের যোধপুরী কেতার হলুদ-লাল-গেরুয়া কোটার কাপড় দিয়ে তৈরি পাগড়ি। ২০২৪ সালে পরেছিলেন বাঁধনির পাগড়ি। বাঁধনিও রাজস্থান এবং গুজরাতের ঐতিহ্যবাহী শিল্প। ২০২৩ সালে পরেছিলেন হলুদ আর গেরুয়া রঙের লেহরিয়া পাগড়ি। ওই কাপড়ও গুজরাত এবং রাজস্থানেই তৈরি হয়।

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

অর্থাৎ গত চার বছর ধরে সাধারণতন্ত্র দিবসের শিরোসজ্জায় নিজের রাজ্য গুজরাত অথবা পড়শি রাজ্য রাজস্থানকেই রেখেছেন প্রধানমন্ত্রী। তবে ২০২২ সালের সাধারণতন্ত্র দিবসে তিনি পরেছিলেন উত্তরাখণ্ডের টুপি। সে বছর উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটও ছিল। আর শুধু সেই বছরটিই ছিল ব্যতিক্রম। কারণ তার আগে ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি বাঁধনি, লেহরিয়া, কোটা বা টাই অ্যান্ড ডাই কাপড়ে তৈরি রঙিন পাগড়িই পরেছেন অধিকাংশ সময়ে। দু-এক বছর ছাড়া প্রতি বছর সেই রঙিন পাগড়িতে জায়গা করে নিয়েছে তাঁর দলের রং গেরুয়াও। এ বছর যদিও সেই রঙের দেখা মেলেনি। তবে সেটি সম্ভবত ইচ্ছাকৃত নয়।

আসলে গত ১০ বছরের ধারা বলছে, প্রধানমন্ত্রী ভারতের নানা উজ্জ্বল রঙকেই নিজের পাগড়িতে ধরেছেন বরাবর। এ বছরও তা-ই করেছেন তিনি।

Republic Day 2026 PM Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy