লোকসভা ভোট ঘোষণা হয়েছে ১৭ মার্চ। এখনও উত্তর ২৪ পরগনার পাঁচ কেন্দ্রে (বনগাঁ, বারাসত, বসিরহাট, ব্যারাকপুর ও দমদম) কংগ্রেস বা বামেদের প্রার্থী কারা হবেন, তা জানতে পারলেন না দুই দলের কর্মীরা। এমনকি, দু’দলের মধ্যে আসন সমঝোতার ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। তাঁরা অধৈর্যও হয়ে পড়ছেন। কারণ, বিজেপি ও তৃণমূল ওই পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারেও নেমে পড়েছে।
এমনিতেই এই জেলায় কংগ্রেস ও সিপিএম সাংগঠনিক ভাবে অনেকটাই দুর্বল। তার উপর প্রার্থী ঘোষণায় দেরিতে কর্মী-সমর্থকদের মনোবল দুর্বল হতে শুরু করেছে। দু’দলের বহু কর্মী জানিয়েছেন, তাঁরা নেতাদের কাছে জানতে চাইছেন প্রার্থী ঘোষণা হতে আর কতদিন সময় লাগবে? কবে থেকে তাঁরা প্রচারে নামতে পারবেন? নেতাদের কাছ থেকেও তাঁরা স্পষ্ট কোনও উত্তর পাচ্ছেন না।
উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি (গ্রামীণ) অমিত মজুমদার জানান, সিপিএমের সঙ্গে জেলায় আসন রফা নিয়ে আলোচনা চলছে। আলোচনায় তাঁরা প্রথমে জেলায় পাঁচটি আসনের মধ্যে দু’টি দাবি করেছিলেন। শেষে সিদ্ধান্ত হয়েছে, তাঁরা একটিতে প্রার্থী দেবেন। অমিতের কথায়, ‘‘আমরা বসিরহাট আসনটি চেয়েছিলাম। কিন্তু ওখানে সিপিআই প্রার্থী দিচ্ছে। আমাদের দাবি বনগাঁ বা ব্যারাকপুরের মধ্যে একটি। এখনও পর্যন্ত বনগাঁ আসনটি সিপিএম ছাড়তে রাজি হয়েছে। শীঘ্রই আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাবে।’’
সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, ‘‘আসন রফা নিয়ে যাবতীয় সমস্যা আজ শুক্রবারের মধ্যে মিটিয়ে ফেলা হবে। দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে। কংগ্রেসকে আমরা বনগাঁ আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা মোটের উপরে এগোলেও সিপিএমের একটি সূত্রের খবর, ফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আসন রফা নিয়ে তাদের টানাপড়েন চলছে।
ভোট ঘোষণার আগে থেকে সিপিএম গোটা জেলায় সন্দেশখালির প্রাক্তন দলীয় বিধায়ক নিরাপদ সর্দারকে সমানে রেখে সেখানকার মানুষের লড়াইয়ের কথা তুলে ধরতে শুরু করে। সন্দেশখালির মানুষের প্রতিরোধ, প্রতিবাদে তাঁদের সঙ্গে ছিলেন নিরাপদ। পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। পরে অবশ্য তিনি জামিন পান। সিপিএম নেতৃত্বে মনে করছেন, গোটা সন্দেশখালির ঘটনা পর্বে আন্দোলনের মুখ হয়ে উঠেছেন নিরাপদ। সিপিএম চাইছে নিরাপদকে বসিরহাটে প্রার্থী করতে। কিন্তু ফ্রন্টে ঐক্যমত্য হচ্ছে না বলে জানিয়েছেন জেলা সিপিএমের এক নেতা।
ওই সিপিএম নেতার কথায়, ‘‘শেষ পর্যন্ত নিরাপদ সর্দারকে হয়তো আমরা বসিরহাটে প্রার্থী করতে পারব না। সিপিআই আসনটি দাবি করেছে।’’ বারাসতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে বলে জানিয়েছে। এ নিয়ে সিপিএম নেতৃত্বের একাংশের আপত্তি আছে বলে সূত্রের খবর।
ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, ‘‘বারাসত কেন্দ্রে আমরা প্রার্থী দিচ্ছি। দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। প্রার্থীর নামও শীঘ্রই ঘোষণা করা হবে।’’
সব মিলিয়ে সিপিএম নেতৃত্ব যথেষ্ট বিব্রত। জেলা সিপিএমের এক নেতার কথায়, ‘‘পরিস্থিতি যা জটিল, তাতে বিকল্প অনেকগুলি দিক নিয়ে রোজই আলোচনা চলছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)