Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

ষড়যন্ত্র করছে তৃণমূল: অধীর

গতকাল রাত্রে তৃণমূলের নেতা ফোন করে প্রলোভন দিয়েছে। তাতে কাজ না হওয়ায় হুমকি দিয়েছে। তাই দাদার (অধীরের) কাছে সাহায্য নিতে এসেছি।

অধীর চৌধুরী।

অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ০৯:১১
Share: Save:

ভয়ভীতি প্রদর্শন করে কংগ্রেসের জনপ্রতিনিধিদের দলে টানার চেষ্টা করছে তৃণমূল, এমনই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। বুধবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বেলডাঙা পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য আসারুল শেখকে পাশে বসিয়ে অধীর চৌধুরী বলেন, ‘‘বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধি হলেন আসারুল। সেখানে তাঁকে ধমকি, ভয় দেখানো হচ্ছে। তাঁর প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে।’’ বহরমপুর-মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘আমরা কাউকে ভয় দেখাই না।’’

জেলা কংগ্রেস কার্যালয়ে অধীরের পাশে বসে বেলডাঙা পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেসের আসারুল বলেন, ‘‘বেলডাঙার তৃণমূলের বিধায়ক দু’দিন আগে আমাকে বলেছেন তৃণমূলের যোগ দাও। আর যদি যোগ না দাও ২০১৪ সালে যে হেরোইন, গাঁজার মামলা দেওয়া হয়েছিল ওই ভাবে আবার মামলা দেওয়া হবে। গতকাল রাত্রে তৃণমূলের নেতা ফোন করে প্রলোভন দিয়েছে। তাতে কাজ না হওয়ায় হুমকি দিয়েছে। তাই দাদার (অধীরের) কাছে সাহায্য নিতে এসেছি। আমি খুব কষ্টে আছি। আমার জন্য দাদা যেন ব্যবস্থা করেন।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান বলেন, ‘‘আমি কাউকে ভয় দেখানো বা মিথ্যা মামলা দেওয়ার রাজনীতি করি না। যে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তার প্রমাণ দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করুক।’’ তাঁর দাবি, ‘‘আসারুল গত কয়েক দিন থেকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ঘুরছিলেন, আমাদের দলীয় কার্যালয়েও এসেছিলেন। এখন ভিত্তিহীন অভিযোগ তুলছেন।’’

অধীর বলেন, ‘‘তৃণমূল নির্বাচনের আগে সর্বত্র চেষ্টা করছে, সবাই যাতে তৃণমূলে যোগদান করে।’’ তিনি জানান, নানা জায়গায় এমন চেষ্টা চলছে। অধীর বলেন, ‘‘এ রকম চলতে থাকলে প্রশাসনিক ভবনের সামনে, রাস্তায় আমি অবস্থান করতে বাধ্য হব। এই জুলুম আমরা মানব না।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Berhampore TMC Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE