Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

নেপালের প্রচারে বামেরা কবে নামবে, প্রশ্ন কংগ্রেসে

মুর্শিদাবাদের জলঙ্গি ও ডোমকলে সিপিএম প্রার্থী তথা দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হয়ে প্রচারে শামিল হয়েছেন কংগ্রেস কর্মীরা।

‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী দাবি করে নেপালের দেওয়াল লিখন। 

‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী দাবি করে নেপালের দেওয়াল লিখন।  নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
  পুরুলিয়া শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৯:৪৮
Share: Save:

যেখানে নিজেদের প্রার্থী নেই, সেখানে কংগ্রেসের জন্যই সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন বাম কর্মী-সমর্থকেরা— সম্প্রতি মালদহে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ কথা বলেছেন। তা সত্ত্বেও পুরুলিয়া কেন্দ্রে বামফ্রন্ট কেন এখনও কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর সমর্থনে প্রচারে নামেনি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কংগ্রেস কর্মীদের একাংশ। তবে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো আশাবাদী, শীঘ্রই সিপিএমের নেতা-কর্মীরা তাঁর সমর্থনে প্রচারে নামবেন। যদিও জেলা বাম নেতৃত্ব জানাচ্ছেন, রাজ্য বামফ্রন্ট থেকে পুরুলিয়ার প্রার্থী কে, সে ব্যাপারে সুস্পষ্ট বার্তা পেলেই প্রচারে ঝাঁপাবেন।

রাজ্য বামফ্রন্টের আপত্তি সত্ত্বেও ফরওয়ার্ড ব্লক ইতিমধ্যেই পুরুলিয়া কেন্দ্রে তাদের প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করে দিয়েছে। অন্য দিকে, নেপাল মাহাতোই যে পুরুলিয়ায় ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী, সেই বার্তা দিয়ে দেওয়াল লেখা শুরু হয়েছে। ফলে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ-এর আসন সমঝোতার প্রতিফলন এখানে দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ঘটনা হল, গত বিধানসভা ভোটে আসন সমঝোতা হলেও কংগ্রেস ও ফব বাঘমুণ্ডি এবং জয়পুর কেন্দ্রে পরস্পরের বিরুদ্ধে লড়েছিল।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

তবে আশাবাদী জেলা কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, মুর্শিদাবাদের জলঙ্গি ও ডোমকলে সিপিএম প্রার্থী তথা দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হয়ে প্রচারে শামিল হয়েছেন কংগ্রেস কর্মীরা। এখানেও নিশ্চয় সিপিএম কর্মীদের পাশে পাওয়া যাবে।

তবে জেলার বিভিন্ন এলাকায় দেওয়াল চুনকাম করে ‘বুক ফব সিপিএম’ লিখে ফাঁকা রাখছেন দলের কর্মীরা। প্রার্থীর নাম নেই। সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক প্রদীপ রায় বলেন, ‘‘প্রকৃত ধর্ম নিরপেক্ষ শক্তির হয়েই আমাদের কর্মীরা লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত। ইতিমধ্যেই কর্মীরা দেওয়াল লেখার কাজও শুরু করেছেন। যখনই দলের তরফে পুরুলিয়া কেন্দ্রের প্রার্থীর নাম আমরা জানতে পারব, সঙ্গে সঙ্গে প্রচারে নেমে যাব। এই কেন্দ্রে কে প্রার্থী তা দ্রুত স্পষ্ট করার দাবিও রয়েছে কর্মীদের তরফে।’’ জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলছেন, ‘‘আমরা আশাবাদী ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রশ্নে সিপিএম আমাদের পাশেই থাকবে।’’ আজ, শুক্রবার রাজ্য বামফ্রন্টের বৈঠক রয়েছে। সেখানেই পুরুলিয়ার বিষয়টা স্পষ্ট হবে, আশায় দুই শিবির।

কংগ্রেস নেপাল মাহাতোকে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে দাবি করায় কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। তাঁর প্রতিক্রিয়া, ‘‘তৃণমূল বিজেপির শাসনের বিরুদ্ধে টানা লড়াই করছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যাঁর যেখানে শক্তি, বিজেপির বিরুদ্ধে সে সেখানে লড়াই করুক। তারপরে কী ঘটেছে, সেটাও মানুষ জানেন।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Congress purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE