Advertisement
E-Paper

বহরমপুরে ভোটারদের পরিচয়পত্রের ছবি বদল! তৃণমূলের বিরুদ্ধে নালিশ জানিয়ে কমিশনে কংগ্রেস

মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে কংগ্রেস দাবি করেছে, তৃণমূল নেতাদের একাংশ ভোটারদের থেকে সচিত্র পরিচয়পত্র, নথি সংগ্রহ করছেন। তার পর সেই পরিচয়পত্রের ছবি বদলে দিচ্ছেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ১৫:১৩
image of complain

মুখ্য নির্বাচনী আধিকারিককে সোমবার নালিশ জানিয়ে চিঠি দিয়েছে কংগ্রেস। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মু্র্শিদাবাদে প্রযুক্তির মাধ্যমে ভোটারদের সচিত্র পরিচয়পত্রের ছবি বদল করছে তৃণমূল! অভিযোগ তুলে কমিশনে নালিশ জানাল কংগ্রেস। তাদের দাবি, মু্র্শিদাবাদের বেশ কিছু জায়গায় এ রকম হয়ে চলেছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ‘গড়’ বলে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা বেশি দেখা গিয়েছে বলে অভিযোগ। তৃণমূল জানিয়েছে, হারের ভয়েই এ সব করছেন অধীর। পাল্টা কংগ্রেসকেই একহাত নিয়েছে তারা।

মুখ্য নির্বাচনী আধিকারিককে সোমবার নালিশ জানিয়ে চিঠি দিয়েছে কংগ্রেস। তাতে দাবি করেছে, তৃণমূল নেতাদের একাংশ ভোটারদের থেকে সচিত্র পরিচয়পত্র, নথি সংগ্রহ করছেন। তার পর সেই পরিচয়পত্রের ছবি বদলে দিচ্ছেন। এ ভাবে আসলে নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে ‘প্রতারণা’-র চেষ্টা চলছে। এর ফলে আসন্ন নির্বাচন ‘প্রহসন’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছে কংগ্রেস।

এই বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযোগ্য পদক্ষেপ করারও আর্জি জানিয়েছে কংগ্রেস। চিঠিতে সই রয়েছে মু্র্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অসীমকুমার রায়ের। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রিটার্নিং অফিসার, মুর্শিদাবাদের এসপিকে। তৃণমূল পরিচালিত বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘‘অধীর হার নিশ্চিত বুঝতে পেরেই সারবত্তাহীন অভিযোগ করছেন। নির্বাচনের কোনও প্রক্রিয়া তৃণমূল নিয়ন্ত্রণ করে বলে আমার জানা নেই। অধীরেরও জানা উচিত। তিনি হারের ভয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন।’’

বহরমপুরে ভোট রয়েছে চতুর্থ দফায়, ১৩ মে। বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীর এবং তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান।

Election Commission Lok Sabha Election 2024
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy