Advertisement
Back to
Lok Sabha Election 2024

অভিজিতের প্রচারে দিব্যেন্দুও

বৃহস্পতিবার তমুলকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন।

তমলুক প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তমলুক প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৬:৫৪
Share: Save:

দলবদল করে কাঁথি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ভাইয়ের হয়ে প্রচারে অল্পবিস্তর দেখা গিয়েছিল তাঁকে। এবার তমলুক কেন্দ্রে দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সরাসরি সাংবাদিক করলেন তমলুকের সাংসদ তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া দিব্যেন্দু অধিকারী।অভিজিতের হয়ে শীঘ্রই পুরোদমে প্রচারে নামবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তমুলকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। তমলুক শহরের মানিকতলায় দিব্যেন্দুর নিজের সাংসদ কার্যালয়ে ওই বৈঠকে তিনি অভিজিতের সমর্থনে প্রচারে নামার কথাও তিনি জানান। দিব্যেন্দু বলেন, ‘‘আমি শীঘ্রই তমলুকে দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচারে নামব।’’

ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে কাঁথি এলাকায় ইতিমধ্যেই প্রচারে নেমেছেন দিব্যেন্দু। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরে এতদিন তাঁর নিজের তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিতের সমর্থনে তাঁকে প্রচারে দেখা যায়নি। রাজ্যের বিরোধী দলনেতা তথা দিব্যেন্দুর দাদা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে অভিজিতের সমর্থনে কোলাঘাট, তমলুক ও নন্দীগ্রামে সভা করেছেন। এর ফলে বিদায়ী সাংসদ দিব্যেন্দু তমলুকে প্রচারে নামবেন কি না, সেই বিষয়ে জল্পনা চলছিল। এ দিন ওই জল্পনার অবসান হয়েছে। দিব্যেন্দু এ দিন বলেন, ‘‘স্যারের (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) জয় প্রায় নিশ্চিত। উনি নির্বাচনে জয়ী হবেন। আমি প্রাক্তন সাংসদ হিসেবে স্যারের যে কোনও প্রয়োজনে তাঁর নির্দেশ পালন করব।’’

বহু রাজনৈতিক কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে। এ বিষয়ে অভিজিৎ এ দিন বলেন, ‘‘একটি আবেদন করতে চাই। যে কারও বিরুদ্ধে, যে কোনও রাজনৈতিক, মিথ্যা মামলা রয়েছে, তা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। সম্ভব হলে ভোটের আগেই। শুধুমাত্র মিথ্যা মামলায় আটকে রাখা হলে গণতান্ত্রিক পরিবেশের একটা ভয়ানক ক্ষতি হয়।’’

ওই বৈঠক নিয়ে তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, ‘‘আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন মিথ্যা মামলা যেন না করা হয়। আর দিব্যেন্দু অধিকারী প্রচারে নামতেই পারেন। জনগণ ভোটে বিচার করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE