Advertisement
E-Paper

তৃণমূল প্রার্থী ‘দিদি নম্বর ওয়ান’-এর ‘পতি নম্বর ওয়ান’ পদ্ম-প্রার্থী, তবে ফারাক আরও অনেক

হুগলিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপি প্রার্থী করেছে রচনার প্রথম স্বামী সিদ্ধান্ত মহাপাত্রকে। তবে বাংলায় নয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৪:৫৮
Ex-husband of TMC candidate Rachana Banerjee is BJP candidate in Odissa

(বাঁ দিকে) রচনা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত মহাপাত্র (ডান দিকে)। —ফাইল চিত্র।

রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর টিভি শোয়ের দৌলতে ‘দিদি নম্বর ওয়ান’ হিসাবেও পরিচিত। এই প্রথম বার রাজনীতির ময়দানে রচনা। হুগলি লোকসভা আসনে বিজেপির অভিনেত্রী-সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনাকে প্রার্থী করেছে তৃণমূল। এ বার রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রকে প্রার্থী করল বিজেপি। তবে বাংলায় নয়, পড়শি ওড়িশায়। লোকসভা নির্বাচনেও নয়, সে রাজ্যের বিধানসভা ভোটে দিগাপাহান্ডি আসনে প্রার্থী হয়েছেন সিদ্ধান্ত।

গত বৃহস্পতিবারই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে গিয়ে পদ্মশিবিরে যোগ দেন সিদ্ধান্ত। তবে আগেও রাজনীতি করেছেন। সাংসদও থেকেছেন পাঁচ বছর। ওড়িয়া সিনেমার জনপ্রিয় এই নায়ক বিজু জনতা দল (বিজেডি)-এর সদস্য ছিলেন। সাংসদ ছিলেন ব্রহ্মপুর আসন থেকে। প্রসঙ্গত, এই আসন থেকেই ১৯৯৬ সালে জিতেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও। সিদ্ধান্ত বিজেপিতে যোগ দেওয়ার পরে মনে করা হয়েছিল লোকসভা নির্বাচনে তাঁকে ব্রহ্মপুর থেকেই প্রার্থী করা হতে পারে। তবে মঙ্গলবার প্রকাশিত প্রার্থিতালিকায় সিদ্ধান্তের নাম রয়েছে ব্রহ্মপুর লোকসভার অন্তর্গত দিগাপাহান্ডি আসনে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সঙ্গেই ১৮ এপ্রিল থেকে ৭ মে চার দফায় বিধানসভা নির্বাচনও হবে ওড়িশায়। ১৪৭ আসনের মধ্যে ১১২টির প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাতেই রয়েছে সিদ্ধান্তের নাম।

সিদ্ধান্তকে ওড়িয়া ছবির ‘সুপারস্টার’ বলা হয়। ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা রাজ্য সরকারের দেওয়া পুরস্কার পেয়েছেন তিনি। বাংলার পাশাপাশি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন রচনাও। সে সময়ই সিদ্ধান্তের সঙ্গে রচনার পরিচয়। দু’জনে জুটি বেঁধে বহু ছবিতে অভিনয় করেছিলেন। সাফল্যও পেয়েছিল সে সব ছবি। ক্রমে সিনেমার পাশাপাশি বাস্তবেও জুটি বেঁধেছিলেন রচনা এবং সিদ্ধান্ত। গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। যদিও বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। পরে রচনা প্রবাল বসুকে বিয়ে করেন। ২০১৬ সালে সেই সম্পর্কেও ছেদ আসে।

Rachana Banerjee Lok Sabha Election 2024 Odissa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy