সদ্য তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছে ‘দিদি’র হাত ধরে। সেই দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বার ‘মা’ বলে সম্বোধন করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিকেলে বলাগড় ব্লকের জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করেন রচনা। সভায় তিনি বলেন, ‘‘রাজ্য সরকার প্রতি মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে, ভাবে। কিন্তু আপনারা এটাও জানেন, একশো দিনের যে কাজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের কাছে আসা উচিত ছিল। সেই টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে।’’ এরপরেই তিনি যোগ করেন, ‘‘সেই ঘুরে ফিরে কে আছেন, আমাদের মা মমতা বন্দোপাধ্যায়। তিনিই পশ্চিমবঙ্গের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিটি মানুষকে একশো দিনের টাকা দিয়েছেন।’’
রচনার অভিযোগ, আবাস যোজনার ৪৬ লক্ষ ঘর তৈরি করা হয়েছিল। তার পরে সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রচনার কথায়, ‘‘দিদি এটাও বলেছেন, যে টাকা ব্যয় হয়েছে, কেন্দ্রীয় সরকার পয়লা এপ্রিলের মধ্যে তা না দিলে পয়লা মে থেকে দিদি সেই টাকাও আপনাদের দেবেন।’’
রচনার পাল্টা, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘আবাস যোজনার ঘরের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে না গিয়ে তৃণমূলের নেতানেত্রীদের অ্যাকাউন্টে গিয়েছে। আগে সেই টাকা ফেরাক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)