লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে দলের জেলা সভাপতি বদল করল প্রদেশ কংগ্রেস। দলের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথকে আপাতত সেই পদে বসালেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ নেতৃত্বের সেই সংক্রান্ত চিঠি মঙ্গলবার আলিপুরদুয়ারে পৌঁছেছে। তবে কংগ্রেসের সাংগঠনিক রীতি অনুযায়ী জেলা সভাপতি নিয়োগে এআইসিসি-র অনুমোদন লাগে। এ ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস নেতৃত্বই সাময়িক ভিত্তিতে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। যা নিয়ে প্রশ্ন তুলছে দলের একাংশ। কয়েক দিন আগে লোকসভা ভোটের জন্য প্রচার কমিটি তৈরি করেছিল প্রদেশ কংগ্রেস। সেখানেও এআইসিসি-র অনুমোদনের ছাপ ছিল না। অথচ অন্যান্য রাজ্যে প্রচার কমিটি ঘোষণা করছে এআইসিসি-ই। এই ঘটনাপ্রবাহেই বিতর্ক বেধেছে কংগ্রেসের অন্দরে। কংগ্রেস সূত্রের খবর, গত ২০২২-এর মার্চে দলের বিদায়ী আলিপুরদুয়ার জেলা সভাপতি মণিকুমার ডার্নাল শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে সেই সময়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকে কাজ চালিয়ে যেতে বলেছিলেন। আপাতত জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়ে শান্তনুর বক্তব্য, “জেলায় কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)