Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

তৃণমূল প্রার্থীর ‘চকলেট বয়’ কটাক্ষ, পাল্টা দিলেন ইশা

ইশা এ দিন গঙ্গার এ পারে প্রচার করেছেন। বৈষ্ণবনগরের চক শেহরদিতে মহিলা বিড়ি শ্রমিকেরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন তাঁর কাছে।

মহিলা বিড়ি শ্রমিকদের সঙ্গে ইশা খান চৌধুরী।

মহিলা বিড়ি শ্রমিকদের সঙ্গে ইশা খান চৌধুরী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ, ধুলিয়ান শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৮:২১
Share: Save:

নদীর ও পারে মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জের চাচণ্ডে প্রচারে গিয়ে দক্ষিণ মালদহের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীকে ‘ক্যাডবেরি বয়’ বলে বৃহস্পতিবার কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। প্রকাশ্য নির্বাচনী প্রচারসভা থেকে তিনি বলেন, “যিনি সাংসদ ছিলেন, এ বারে তাঁর ছেলেকে টিকিট দিয়েছে। ছেলে ভাল ছেলে, ভদ্র ছেলে। শান্তশিষ্ট ছেলে। কিন্তু ওই ছেলে হরলিক্স আর চকলেটেই ঠিক আছে। আমাদের মতো যব আর বাজরার ছাতু খাওয়া ছেলে নয়। ক্যাডবেরি চকলেটের ছেলে।” কংগ্রেস প্রার্থী ইশা পাল্টা বলেন, ‘‘টানা ১৩ বছর ধরে রাজনীতি করছি। বৈষ্ণবনগরের মতো এলাকার বিধায়ক হিসেবে গঙ্গা ভাঙন সমস্যা, সীমান্তের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা মেটানোর চেষ্টা করেছি মানুষকে সঙ্গে নিয়ে। পরে, সুজাপুরের বিধায়ক হিসেবে পাঁচ বছর কাজ করেছি। ওই দুই বিধানসভা এলাকায় ১৫০ কোটি টাকার মতো কাজ আনতে পেরেছিলাম। উনি (শাহনওয়াজ) যদি রেকর্ড দেখতে চান, দেখাতে পারি। ফলে, উনি কী বললেন তাতে আমার কিছু যায় আসে না। সাধারণ মানুষই শেষ কথা বলে।’’

ইশা এ দিন গঙ্গার এ পারে প্রচার করেছেন। বৈষ্ণবনগরের চক শেহরদিতে মহিলা বিড়ি শ্রমিকেরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন তাঁর কাছে। অভিযোগ, তাঁদের মজুরি বৃদ্ধি নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার ভাবছে না। ইশা তাঁদের আশ্বাস দিয়েছেন। শমসেরগঞ্জ ছাড়া, ধুলিয়ানেও প্রচার করেন তৃণমূল প্রার্থী রায়হান। সেখানে ছিল তাঁর ‘রোড-শো’, দলীয় কর্মিসভা। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এ দিন প্রচার করেন কালিয়াচকে। সেখানে ছোট ছোট কয়েকটি বৈঠকও করেন তিনি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

দক্ষিণ মালদহ লোকসভা এলাকার একাংশকে ভাগ করে রেখেছে গঙ্গা। বৃহস্পতিবার সকাল থেকে গঙ্গার এপারের বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় প্রচার করেন কংগ্রেস প্রার্থী ইশা। সকালে প্রচার শুরু করেন পুরাতন ১৬ মাইল এলাকা থেকে। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি, ‘রোড-শো’ করেন তিনি। পরে বেদরাবাদ হয়ে চকশেহরদি গ্রামের বিড়ি মহল্লায় প্রচারে যান ইশা। তাঁকে দেখে এগিয়ে আসেন মহিলা বিড়ি শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, জিনিসপত্রের দাম বাড়লেও তাঁদের মজুরি বাড়ছে না। অভিযোগ, এক হাজার বিড়ি বাঁধলে মিলছে মাত্র ১৭৫ টাকা। অভিযোগ, কেন্দ্র বা রাজ্য কোনও সরকার তাঁদের নিয়ে ভাবিত নয়। ইশা বলেন, ‘‘জিতে এলে বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে অবশ্যই সরব হব।’’ বিকেলের দিকে ইশা কেবিএস হাই স্কুল মাঠে ইফতার পার্টিতে অংশ নেন।

গঙ্গার অন্য ধারে দক্ষিণ মালদহ লোকসভার মধ্যে থাকা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুর এলাকায় এ দিন দিনভর প্রচার করেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ। তিনি ১৯ নম্বর ওয়ার্ডের জয় কলোনি মোড় থেকে ‘রোড-শো’ শুরু করেন। দুপুরে চাচণ্ড আমবাগানে দলীয় কর্মিসভায় যোগ দেন। সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডে ইফতারে যোগ দেন।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE