Advertisement
Back to
Presents
Associate Partners
Yusuf Pathan

‘স্টার’ ক্রিকেটারদের সঙ্গে বহরমপুরবাসীর সাক্ষাতের সুযোগ! প্রতিশ্রুতি তৃণমূলের ইউসুফের

দোল উৎসবে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রশংসা করেন ইউসুফ পাঠান। গায়ক অরিজিৎ সিংহেরও তারিফ করতে শোনা যায় তাঁকে।

Yusuf Pathan

হোলিতে বেরিয়ে প্রচার ইউসুফ পাঠান। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১৭:০৭
Share: Save:

আইপিএল শেষ হলেই তাঁর ভাই ইরফান পাঠান-সহ এক ঝাঁক ক্রিকেট তারকা আসবেন বহরমপুরে। সোমবার হোলির দিন প্রচারে বেরিয়ে এমনই ঘোষণা করলেন লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। কংগ্রেসের কটাক্ষ, ‘‘শুধুই ‘গেম শো’। মানুষ এ সবে ভুলবে না।’’

সোমবার বহরমপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রতন শিশু উদ্যানে দোল উৎসবে শামিল হন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পাঠান। প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বাংলার দোল উৎসবের প্রশংসা করেন ইউসুফ। বসন্ত উৎসব ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। তার পর মুর্শিদাবাদ জেলার ‘ভূমিপুত্র’ গায়ক অরিজিৎ সিংহের কণ্ঠের তারিফ করেন তিনি। সেখান থেকেই তৃণমূল প্রার্থী জানান, আইপিএলে যাঁরা খেলেন, তাঁদের অনেকে তো বটেই, ভারতীয় ক্রিকেট দলের অনেক সদস্য তাঁর প্রচারে আসবেন। তাঁর এই ঘোষণা হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠান চত্বর। তখনই প্রশ্ন করা হয়, ইরফান পাঠানও কি দাদার হয়ে প্রচার করতে আসবেন? ইউসুফের জবাব, ‘‘ইরফান এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছে। সুযোগ পেলেই ও আসবে। তা ছাড়াও ওই সময়ের মধ্যে যে ক্রিকেটাররা ফাঁকা থাকবেন তাঁরাও প্রচারে আসবেন।’’ পাঠানের সংযোজন, ‘‘এখানে যখন আমি আছি, আমার পরিচিতদের মধ্যে যাঁরা ক্রিকেটের সুপারস্টার, এখানকার মানুষ যাঁদের দেখার জন্য মুখিয়ে আছেন তাঁরা সবাই আসবেন। সাধারণ ভোটাররা যাতে তাঁদের দেখতে পান, তাঁদের সঙ্গে কথা বলতে পারেন, সেই ব্যবস্থা আমি করব।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

ক্রিকেট তারকাদের দিয়ে বহরমপুরে প্রচারে আনার প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, ‘‘রাজনীতি কোনও ‘গেম-শো’ নয়। রাজনীতির ময়দানে ক্রিকেটারদের প্রচারে এনে ভোটারদের গুরুত্ব লঘু করা হচ্ছে।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE