Advertisement
Back to
Dev and Hiran

‘ও আমার সঙ্গে কী করছে, সেটা দেখুন’, কেশপুরে ভোট ঘিরে অশান্তির জন্য হিরণকে দায়ী করলেন দেব

শনিবার ভোটের সকাল থেকে কেশপুর উত্তপ্ত থাকার যাবতীয় দায় হিরণের উপরেই চাপালেন তৃণমূল প্রার্থী দেব। বিদায়ী সাংসদের অভিযোগ, হিরণ চান, ‘সন্ত্রাসের পরিবেশ’ জিইয়ে থাকুক কেশপুরে।

Dev and Hiran

(বাঁ দিকে) দেব। হিরণ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১৩:৪৯
Share: Save:

সকাল থেকে বার বার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কখনও কেন্দ্রীয় বাহিনী, কখনও পুলিশ তো কখনও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপির তারকা প্রার্থী। কিন্তু শনিবার ভোটের সকাল থেকে কেশপুর উত্তপ্ত থাকার যাবতীয় দায় হিরণের উপরেই চাপালেন তৃণমূল প্রার্থী দেব। বিদায়ী সাংসদের অভিযোগ, হিরণ চান, ‘সন্ত্রাসের পরিবেশ’ জিইয়ে থাকুক কেশপুরে। আর বিজেপি প্রার্থী গত কয়েক দিন ধরে কেশপুরকে নিয়ে যা যা মন্তব্য করছেন, সেগুলিই বুমেরাং হচ্ছে বলে অভিযোগ করেন ঘাটালের বিদায়ী সাংসদ। তাঁর দাবি, ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। কিন্তু উস্কানি দিচ্ছেন বিজেপি প্রার্থী।

বার বার কেশপুরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান শোনার পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালের তাঁর প্রতিদ্বন্দ্বীর দিকে আঙুল তুলেছেন হিরণ। তাঁর অভিযোগ, ‘‘কেশপুরকে পাকিস্তান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ আর এই পরিস্থিতির জন্য ঘুরিয়ে হিরণকে দায়ী করলেন দেব। তাঁর দাবি, তিনিও বিজেপি প্রভাবিত এলাকায় ভোট কেমন চলছে, দেখতে যাচ্ছেন। কোথাও তাঁকে ঘিরে বিক্ষোভ হয়নি। দেবের কথায়, ‘‘যেমন ব্যবহার করবেন, সেটাই ফেরত পাবেন।’’

হিরণকে ঘিরে কেশপুরে বিক্ষোভ প্রসঙ্গে দেবকে প্রশ্ন করতেই জবাবে প্রথমে বিরক্তি প্রকাশ করেন দেব। তার পর বলেন, ‘‘ও আমার সঙ্গে কী করছে, সেটা কভার করুন।’’ পর ক্ষণেই বলেন, ‘‘কাল থেকেই কেশপুর-কেশপুর করছেন। কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে, তা হলে সেটা উনি কথাবার্তার মাধ্যমেই বাড়াচ্ছেন।’’

বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে ‘পাচারকাণ্ড’ নিয়ে আবার অভিযোগ করেছেন হিরণ। দেবকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই প্রসঙ্গ টেনেছেন দেব। তিনি বলেন, ‘‘যেমন ব্যবহার করবেন, তেমনই রিটার্ন পাবেন।’’ তার পরে বলেন, ‘‘(হিরণ) ইচ্ছে করে সন্ত্রাস বাড়াচ্ছেন। তিন মাস ধরে দেখছেন সবাই ওঁর ব্যবহার। উনি বুঝে গিয়েছেন যে, ভোটে হারছেন। তাই আগে থেকে এটাকে ইস্যু করছেন। যাতে পরে বলতে পারেন, সন্ত্রাসের জন্য জিততে পারেননি।’’ দেবের সংযোজন, ‘‘আসলে উনি চেয়েছিলেন যে, এই পরিস্থিতিই তৈরি হোক। আপনি কিছু বলতে থাকবেন, আর তার জন্য মানুষ আপনাকে ভোটটা দিয়ে দেবেন, সেই পরিস্থিতি আর নেই।’’

দেবের আরও অভিযোগ, প্রথম থেকে কেশপুরকে নিয়ে পরিকল্পনা করেছেন হিরণ। তিনি ‘ফাঁস’ করে দিয়েছিলেন যে, এক বিজেপি কর্মীকে খুন করিয়ে কেশপুরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে বিজেপি। তাই এখন নতুন করে কেশপুরকে ইস্যু করছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Dev Hiran ghatal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE