Advertisement
Back to
Presents
Associate Partners
Ramdas Athawale

‘৪০০ পার করলেও বদল নয় সংবিধান’, মিথ্যাচারের অভিযোগে রাহুলের বিরুদ্ধে কমিশনে মোদীর মন্ত্রী

দেশের সংবিধান পাল্টে দেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের প্রচারে ‘চারশো পার’-এর স্লোগান তুলেছেন বলে অভিযোগ রাহুল এবং তাঁর দল কংগ্রেসের।

(বাঁ দিক থেকে) রাহুল গান্ধী, রামদাস অঠওয়ালে এবং নরেন্দ্র মোদী।

(বাঁ দিক থেকে) রাহুল গান্ধী, রামদাস অঠওয়ালে এবং নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১৬:১৬
Share: Save:

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালে। বৃহস্পতিবার সে কথা নিজেই জানিয়েছেন তিনি। অঠওয়ালে বলেন, ‘‘ভোটের প্রচারে রাহুল বার বার অভিযোগ তুলছেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ফিরলে দেশের সংবিধান বদলে দেবে। আমি চাই কমিশন তাঁকে ওই ভিত্তিহীন অভিযোগ তোলা থেকে বিরত করুক।’’

দেশের সংবিধান পাল্টে দেওয়ার লক্ষ্যেই মোদী লোকসভা ভোটের প্রচারে ‘চারশো পার’-এর স্লোগান তুলেছেন বলে অভিযোগ রাহুল এবং তাঁর দল কংগ্রেসের। গত সপ্তাহে এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘‘লোকসভা ভোটে মোদীর চারশো আসন পারের স্লোগান তোলার অর্থ, তিনি চাইছেন দেশের সংবিধান বদলাতে। বাবাসাহেব অম্বেডকরের সংবিধান পাল্টে তিনি ‘মনুবাদী সংবিধান’ তৈরিতে আগ্রহী।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রী তথা মহারাষ্ট্রের দলিত নেতা অঠওয়ালে বৃহস্পতিবার বলেন, ‘‘রাহুল গান্ধী প্রায়ই দাবি করেছেন যে বিজেপি আবার ক্ষমতায় এলে সংবিধান পরিবর্তন করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী মোদীজি বার বার সেই অভিযোগ খণ্ডন করা সত্ত্বেও মিথ্যা প্রচার চলছে। আমি কমিশনের কাছে আবেদন জানিয়েছি অবিলম্বে এমন অভিযোগ তোলা থেকে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক। নির্দেশ না মানলে শাস্তিমূলক পদক্ষেপ করা হোক।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE