Advertisement
১৯ মে ২০২৪

সোডা-ডিটারজেন্টে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করার ডাক দিলেন অধীর

সিঙ্গুরে বাম প্রার্থী রবীন দেবের সমর্থনে প্রচার সভায় দ্ব্যর্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানিয়ে দিলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উত্তরবঙ্গে আসতে চলেছে বাম-কংগ্রেস জোট।

নিজস্ব সংবাদদাতা
সিঙ্গুর শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ২১:২৪
Share: Save:

সিঙ্গুরে বাম প্রার্থী রবীন দেবের সমর্থনে প্রচার সভায় দ্ব্যর্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানিয়ে দিলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উত্তরবঙ্গে আসতে চলেছে বাম-কংগ্রেস জোট। রবিবার সিঙ্গুরের কর্মী-সমর্থকদের আত্মবিশ্বাস জোগাতে অধীরবাবু বলেন, “নোটের পিছনে ছুটতেই ঘোট পাকাচ্ছে তৃণমূল। কিন্তু বাংলার মানুষ জোটের পক্ষেই ভোট দেবেন।”

সরকার গঠনের আশায় যে তাল ঠুকছেন জোটের নেতারা, এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতির ভাষণে তা পরিষ্কার। সরকার থেকে বিদায়ের ভয়ে শাসক দল খুনের রাজনীতি শুরু করেছে এমন অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলেই বাংলার মানুষের ওপর ঋণের বোঝা আরও বেশি চেপেছে। জনতার উদ্দেশে বলেন, “দক্ষিণবঙ্গের যেখানে যেখানে ভোট বাকি রয়েছে, সেখানকার মানুষেরা সোডা-ডিটারজেন্ট পাউডার দিয়ে তৃণমূলকে সাফ করুন।”

তৃণমূল নেত্রী বাম-কংগ্রেস জোটকে প্রথম দিকে ‘কংধনু’, ‘বামধনু’ জোট বলে কটাক্ষ করে বিশেষ পাত্তা না দিলেও, এখন যে সেই জোটই তাঁর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কথাও বলেন অধীরবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assembly Election 2016 Singur rally adhir chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE