Advertisement
E-Paper

বহু বিতর্কের শেষে প্রার্থী দিল কংগ্রেসই

জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস নেতৃত্ব বোঝা পড়া করে প্রার্থী দিয়েছেন। তবে মানিকচক কেন্দ্রে প্রার্থী নিয়ে দুই দলের মধ্যে টানাপড়েন চলছিল। অবশেষে ওই কেন্দ্রেও প্রার্থী দিল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৪:২৫

জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস নেতৃত্ব বোঝা পড়া করে প্রার্থী দিয়েছেন। তবে মানিকচক কেন্দ্রে প্রার্থী নিয়ে দুই দলের মধ্যে টানাপড়েন চলছিল। অবশেষে ওই কেন্দ্রেও প্রার্থী দিল কংগ্রেস।

সোমবার মানিকচক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে মহম্মদ মোস্তাকিন আলমের নাম ঘোষণা করা হয়েছে। তবে মোস্তাকিনের নাম ঘোষণা হওয়া ক্ষুব্ধ বাম ও কংগ্রেস কর্মীদের একাংশ।

তাঁদের বক্তব্য, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী মন্ত্রী সাবিত্রী মিত্র। পরপর পাঁচবার ভোটে জিতেছেন তিনি। তাই সাবিত্রী দেবীকে হারাতে হলে একজন হেভিওয়েট প্রার্থী দরকার। বামেরাও এই আসনে দাবি জানিয়েছিল রাজ্য নেতৃত্বকে।

স্থানীয় এক বাম নেতা বলেন, ‘‘বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট প্রার্থীর কাছে আমাদের দলের প্রার্থী মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন। আর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্রে ভালো ফল করেছিল আমাদের দল। তাই সাধারণ মানুষ আমাদের দলের প্রার্থীকেই চাইছিলেন।’’

তবে এই অসন্তোষের কথা মানতে নারাজএই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য হল মানিকচকে তৃণমূলকে হারানো। আমরা ওই আসনে জোটবদ্ধ ভাবে লড়াই করে তৃণমূলকে হারাব। আর আমাদের দলে কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই। জেলা কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ মৌসম নূর বলেন, ‘‘বেশ কয়েকজনের নামের তালিকা পাঠানো হয়েছিল। হাইকমান্ড ওই কেন্দ্রে মহম্মদ মোস্তাকিন আলমকে প্রার্থী করেছে। এখানে দলের কোনও ক্ষোভ বিক্ষোভ নেই। গত লোকসভা নির্বাচনে আমরা এই আসনে প্রচুর ভোটের ব্যবধানে এগিয়েছিলাম।’’

যদিও জোটকে আমল দিচ্ছেন না তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সাবিত্রী মিত্র। তিনি বলেন, ‘‘মানিকচকের মানুষ আমার সঙ্গে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকায় যা উন্নয়ন হয়েছে তা বিগত কোনও জমানাতে হয়নি। তাই রাজ্যের মতো মানিকচকেও জোটের কোন প্রভাব পড়বে না।’’

কংগ্রেস প্রার্থী হিসেবে ইংরেজবাজারের পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ মোস্তাকিন আলম ও ব্লক কংগ্রেসের সভাপতি অভিজিৎ মিশ্রের নাম পাঠানো হয়েছিল। অবশেষে মোস্তাকিন বাবুকেই প্রার্থী করা হয়েছে। যা নিয়ে বামেদের পাশাপাশি দলেরই একাংশ ক্ষোভে ফুঁসছেন। এই বিষয়ে অভিজিৎ বাবু বলেন, দলের সিন্ধান্তই শেষ কথা। এখন থেকেই দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ও প্রচারে নেমে পড়ব আমরা।

congrees assembly election 2016 candidate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy