পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় গ্রেফতার আনিসুর রহমানকে নিয়ে মঙ্গলবার দিনভর নানা ঘটনার সাক্ষী হয়েছিল পূর্ব মেদিনীপুর। তমলুক আদালত থেকে তাঁর জামিন হওয়া, হাসপাতাল থেকে ফুলের মালা গলায় পরে সমর্থকদের কাঁধে চেপে বাড়ি ফেরা, এরই কিছু সময়ের মধ্যে হাইকোর্ট থেকে জামিনের নির্দেশ বাতিল করার ঘন্টা দেড়েক বাদে ফের তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
এরপর বুধবার দুপুরে আনিসুরকে ফের তমলুক আদালতে তোলা হয়। তবে মঙ্গলবার বিচারবিভাগীয় হেফাজত থেকে ‘গোপনে’ আনিসুরের চলে যাওয়ার শাস্তি হিসেবে তাঁকে ৫০০ টাকার জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে তাঁকে আগের মতোই ফের জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই মামলার সহকারী সরকারি আইনজীবী বদ্রু আলম মল্লিক জানিয়েছেন, মঙ্গলবার আদালত থেকে রিলিজ অর্ডার জারি হওয়ার আগেই হাসপাতাল থেকে আনিসুর চলে গিয়েছিলেন। যার জেরে তমলুকের জেল সুপার তাঁকে ‘ফেরার’ ঘোষণা করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আজ আনিসুরকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর জেল হেফাজত আগের মতোই বহাল থাকছে। ১০ দিন পর ফের মামলার শুনানি বলে জানিয়েছেন তিনি।