Advertisement
১৮ মে ২০২৪

১২ আমলার নাম নিল কমিশন

কাল, বৃহস্পতিবার রাজ্যে তৃতীয় দফার ভোট। তার ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার মুখ্যসচিবের কাছ থেকে ১২ জন আমলার নাম চেয়ে নিল নির্বাচন কমিশন। এঁদের মধ্যে ৬ জন জেলাশাসক এবং ৬ জন এসপি রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৪:৩২
Share: Save:

কাল, বৃহস্পতিবার রাজ্যে তৃতীয় দফার ভোট। তার ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার মুখ্যসচিবের কাছ থেকে ১২ জন আমলার নাম চেয়ে নিল নির্বাচন কমিশন। এঁদের মধ্যে ৬ জন জেলাশাসক এবং ৬ জন এসপি রয়েছেন। নবান্নের শীর্ষমহলের খবর, আগামী দু’এক দিনের মধ্যে কয়েক জন ডিএম এবং এসপি-কে পক্ষপাতিত্বের অভিযোগে সরিয়ে দিতে পারে কমিশন। ঘটনা হল, এ দিনই পক্ষপাতিত্বের অভিযোগে নদিয়ার শান্তিপুর এবং মুর্শিদাবাদের ডোমকল থানার আইসি-কে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

নবান্ন সূত্রে খবর, ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে এ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক ডিএম, এসপি এবং প্রায় ৪৫ জন অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু কোনও ক্ষেত্রেই রাজ্যের কাছে বিকল্প নামের তালিকা চাওয়া হয়নি। প্রশাসনের এক শীর্ষকর্তার কথায়, ‘‘এই প্রেক্ষিতেই এ দিন নাম চেয়ে নেওয়াটা তাৎপর্যপূর্ণ।’’

এর আগে ভোটের তিন দিন আগে বীরভূমের এসপি-কে সরিয়ে দিয়েছিল কমিশন। নবান্নের কর্তাদের মতে, বৃহস্পতিবার কলকাতার একটি অংশ, বর্ধমানের গ্রামীণ এলাকা, নদিয়া ও মুর্শিদাবাদে ভোট রয়েছে। সেখানে এই মুহূর্তে কোনও পরিবর্তন সম্ভব নয়। কিন্তু পরের দফায় ভোট হবে ২৫ এপ্রিল, যথাক্রমে হাওড়া ও উত্তর চব্বিশ পরগনা জেলায়। ওই দুই জেলার ক্ষেত্রেই বদলির সম্ভাবনা বেশি বলে মনে করছেন তাঁরা।

এ দিনই পক্ষপাতের অভিযোগে নদিয়ার শান্তিপুরের ওসি পার্থপ্রতিম রায় ও মুর্শিদাবাদের ডোমকল থানার আইসি নীহাররঞ্জন রায়কে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। বিরোধীদের অভিযোগ, তাঁরা তৃণমূলের হয়ে কাজ করছিলেন। এঁরা দু’জনেই অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE