এফআইআর-এই শেষ নয়। এ বার এথিক্স কমিটি।
রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের ‘অনৈতিক কাজ’-এর বিরুদ্ধে এ বার এথিক্স বা নীতি কমিটিতে সরব হল সিপিএম।
রাজনাথ সিংহ প্রকাশ কারাটকে লাড্ডু খাওয়াচ্ছেন— এমনই একটি ‘জাল ছবি’ দেখিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন ডেরেক। গত কালই সাইবার অপরাধ ও রাজনৈতিক মানহানির অভিযোগ তুলে দিল্লিতে এফআইআর করেছেন প্রকাশ কারাট। বিজেপিও এফআইআর করেছে কলকাতায়। আজ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রাজ্যসভার এথিক্স কমিটির বৈঠকে ডেরেকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। যুক্তি দেন, একটি রাজনৈতিক দলের রাজ্যসভার নেতা জাল ছবি প্রচার করছেন। সাংসদ হয়েও অনৈতিক কাজ করেছেন তিনি। অথচ এই ঘটনার জন্য ক্ষমা চাওয়া বা কোনও রকম দুঃখপ্রকাশও করেননি তিনি।
এথিক্স কমিটির চেয়ারম্যান কর্ণ সিংহ বলেন, রাজ্যসভার তরফে কমিটির কাছে বিষয়টি পাঠানো হলেই কাজ শুরু হতে পারে। সে ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারির কাছে দরবারের পরিকল্পনা নিচ্ছেন ইয়েচুরিরা। ইয়েচুরির মন্তব্য, ‘‘মানুষ যে ভাবে সন্ত্রাস-রিগিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, তৃণমূল হটাওয়ের ডাকে যে ভাবে সাড়া মিলছে, তাতে ওঁরা আতঙ্কিত। মরিয়া হয়ে দলের নেতারা এখন এতখানি নীচে নামছেন যে তাঁদের জাল ছবি ব্যবহার
করতে হচ্ছে।’’
ডেরেক গত কাল আনন্দবাজারকে বলেছিলেন, তিনি এ বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাই বিতর্কের কিছু নেই। কিন্তু সিপিএম নেতাদের যুক্তি, ডেরেক মোটেই ক্ষমা চাননি। যাঁদের ছবি জাল করা হয়েছিল, তাঁদের কাছে ক্ষমতা চাওয়া তো দূরের কথা, কোনও রকম দুঃখপ্রকাশই করেননি তিনি। শুধু বলেছেন, তাঁদের রিসার্চ টিম ভুল করেছিল। তাই ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে। সিপিএম নেতাদের মতে গোটা ঘটনায় ডেরেকের রাজনৈতিক অনভিজ্ঞতাই স্পষ্ট হয়েছে। কারণ রাজনীতির সঙ্গে যুক্ত যে কেউ চোখ বুজে বলে দেবেন যে সিপিএমে আর যে-ই হোক, কারাটের মতো কট্টরবাদী কোনও দিন বিজেপি দফতরে যাবেন না বা রাজনাথের থেকে লাড্ডু খাবেন না। প্রকাশ নিজের দলের নেতাদের হাত থেকে কোনও দিন লাড্ডু খেয়েছেন কি না, সিপিএম নেতারা সেটাই মনে করতে পারছেন না। সিপিএম নেতাদের বক্তব্য, ডেরেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং সাংসদ হিসেবেও অনৈতিক কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থার দাবি থেকে তাঁরা কোনও ভাবেই সরবেন না।