Advertisement
০৭ মে ২০২৪

বহিরাগত ঠেকাতে আজই কড়া দাওয়াই ফুল বেঞ্চের

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ, সোমবার ফের আলোচনায় বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এ বার তাদের চিন্তার বড় অংশ জুড়ে থাকছে ভিন্ রাজ্য বা পড়শি দেশ থেকে ‘বহিরাগত’ ঢুকে পড়ার আশঙ্কা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৪:১২
Share: Save:

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ, সোমবার ফের আলোচনায় বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এ বার তাদের চিন্তার বড় অংশ জুড়ে থাকছে ভিন্‌ রাজ্য বা পড়শি দেশ থেকে ‘বহিরাগত’ ঢুকে পড়ার আশঙ্কা।

মুখ্য নির্বাচনী কমিশনার নসীম জৈদী-সহ ফুল বেঞ্চের সঙ্গে আজ আলোচনায় রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা ছাড়াও থাকবেন আয়কর ও আবগারি প্রধানেরা। থাকতে বলা হয়েছে বিহার, ঝাড়খণ্ড ও অসম প্রশাসনের কর্তাদের। থাকবেন বিএসএফ এবং নেপাল সীমান্তের দায়িত্বে থাকা এসএসবি-র কর্তারাও।

কমিশন সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হতে চলেছে অসমে। তার আগে আন্তর্জাতিক সীমান্ত এবং রাজ্য-সীমানায় কঠোর প্রহরার ব্যবস্থা করার নির্দেশ দেবে কমিশনের
ফুল বেঞ্চ। ভোটের দিন বিহার, ঝাড়খণ্ড ও অসম থেকে বহিরাগতেরা যাতে কোনও অবস্থাতেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে না-পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে চলেছে কমিশন।

সীমান্ত ও সীমানায় নজরদারি নিয়ে মাথাব্যথা থাকলেও কমিশনের মূল উদ্বেগ কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেই জন্য আজ সকালের আলোচনার বেশির ভাগটাই এ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, আয়কর বিভাগের প্রধানের সঙ্গে হবে বলে কমিশনের খবর। এর আগে ফুল বেঞ্চ যখন এসেছিল, তখন ৩১ হাজার দাগি অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। কমিশন তাদের প্রত্যেককে গ্রেফতারের নির্দেশ দেয়। পরে সেই সংখ্যা কমে হয়েছে ২৮ হাজার ৫৮০। ইতিমধ্যে ১২৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১৫০ কিলোগ্রাম বিস্ফোরক। কমিশন-কর্তারা অবশ্য জানান, এখনও পর্যন্ত এ রাজ্যে দাগিদের গ্রেফতারের বিষয়টি খুব বেশি গতি পায়নি। দাগি অপরাধীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে কেনই বা কোনও রকম ব্যবস্থা নেওয়া যায়নি, রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে বিস্তারিত ভাবে তা জানতে চাইবে ফুল বেঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election commission full bench
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE